২০২৬-এ কেন পাহাড়ের মতো ঠান্ডা বাংলায়? শেষ কোন বছর হয়েছিল এমন পারদ পতন? প্রকাশ্যে নয়া তথ্য

Published : Jan 07, 2026, 09:11 AM IST

পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ, যার ফলে কলকাতা ১৩ বছরের রেকর্ড ভেঙেছে। ২০২৬-এ কেন পাহাড়ের মতো ঠান্ডা বাংলায়? জানালো হাওয়া অফিস। জেনে নিন কী বলল হাওয়া অফিস।

PREV
16

ডিসেম্বরের শেষ দিক থেকেই বেড়েছে ঠান্ডা। জানুয়ারি পড়তেই কোল্ড ডে বাংলায়। প্রায় প্রতিদিনই যেন রেকর্ড করছে ঠান্ডা। দফায় দফায় গড়ছে নয়া রেকর্ড। গত ২৪ ঘন্টায় কলকাতা-সহ রাজ্যজুড়ে যেন চলছে শৈত্যপ্রবাহ। এই ঠান্ডায় কাবু সমস্ত রাজ্যবাসী।

26

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে পারদ উল্লেখযোগ্যভাগে নিম্নমুখী হয়েছে। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। বৃহস্পতিবার পর্যন্ত আছে শীতল দিন-র সতর্কতা।

36

এর আগে ২০১৩ সালে নেমেছিল এতটা পারদ। সে বছর ছিল ৯ ডিগ্রি। জানুয়ারি মাসে শীতলতম দিন ছিল সেবার। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতায় তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি। সূত্রের খবর, এবারের ঠান্ডা ভেঙেছে শেষ ১৩ বছরের রেকর্ড।

46

এখন প্রশ্ন হল, কেন এবার এমন শীত পড়ল বঙ্গে? আবহাওয়া দফতরের কর্তাদের মতে, মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা কনকনে শীতল হাওয়ার গতি বেড়েছে। যার ফলে তীব্র শীতের অনুভূতি বোঝা যাচ্ছে। আগামী চার দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানা গিয়েছে।

56

এখন প্রশ্ন হল কদিন চলবে শীতের দাপট? জানা গিয়েছে, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও প্রবল ঠান্ডার দাপট থাকবে। চারদিন পর থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ডিগ্রি কম থাকায় দিনভর শীত অনুভূত হবে।

66

এখন চলবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঘন কুয়াশা ও দুপুরের আগে পর্যন্ত ভারী শিশির পড়ার সম্ভাবনা আছে। তবে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, সমস্ত রাজ্যজুড়ে আরও কয়েকদিন হাড়কাঁপানো শীতের এই স্পেল জারি থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories