মঙ্গলবার সন্ধায় আলিপুর হাওয়া অফিস থেকে প্রকাশিক রিপোর্টে রয়েছে বিস্তারিত। সেখানে উল্লেখ করা হয়েছে, সোমবার শেষরাতে কালিম্পং-র তাপমাত্রা ছিস ১৬ ডিগ্রি। সেই সময় সিউড়ি -তে তাপমাত্রা ছিল ১৪.২। পুরুলিয়াতে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। বাঁকুড়াতে তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি। কল্যাণীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি।