‘মিঠুনদা’ কি ‘দিদি’-র রেগে যাওয়া সম্পর্কে বিশেষ সচেতন? মন্ত্রী ফিরহাদ হাকিমের চাঞ্চল্যকর মন্তব্য

Published : Jan 20, 2023, 09:04 AM ISTUpdated : Jan 20, 2023, 10:57 AM IST
Firhad Hakim  Mithun Chakraborty

সংক্ষিপ্ত

নিজের অভিনয় জগতের পাশাপাশি রাজনীতির ময়দানেও একাধিক বার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে পা রেখেছেন মিঠুন। এবার বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে প্রকাশ পেল এক চাঞ্চল্যকর ইঙ্গিত। 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের লঘু-গুরু, সমস্ত বিষয় নিয়েই যখন শাসক-বিরোধী তরজা অব্যাহত, সেই সময়েই ফের শিরোনামে উঠে এসেছিল বিজেপির তারকা সদস্য মিঠুন চক্রবর্তীর নাম। বাংলার শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তিনি আক্রমণ হেনেছিলেন ত্রিপুরার ভোটপ্রচারে গিয়েও। কিন্তু, বাঙালিদের কাছে নজর কাড়তে দলের প্রচারক হিসেবে যে তারকা বিজেপির ভরসা, তিনিই কি গোপনে যোগাযোগ রাখছেন শাসক দল তৃণমূলের সঙ্গে? রাজ্য-রাজনীতিতে বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে প্রকাশ পেল এমনই চাঞ্চল্যকর ইঙ্গিত।

পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে দলীয় কর্মসূচি সাজিয়ে ছক কষছে গেরুয়া শিবির। দফায় দফায় জেলা সফরে যাচ্ছেন ‘মহাগুরু’ মিঠুন। পশ্চিমবঙ্গের প্রান্তিক এলাকাও সরগরম হয়ে উঠছে তাঁর ঝাঁঝালো মন্তব্যে। সফরের পাশাপাশি তৃণমূলের নেতানেত্রীরা তাঁর সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন বলেও মাঝেমধ্যে মন্তব্য করছেন তিনি। কিন্তু, রাজ্য রাজনীতিতে ঘাসফুল শিবির সংশয় তুলে দিল খোদ ‘মহাগুরু’-র নাম নিয়েই। শাসকদলের মন্ত্রী, তথা কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমের দাবি, মিঠুন চক্রবর্তী ভেতরে ভেতরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ‘দিদি’-র রেগে যাওয়া নিয়ে তিনি বিশেষ সতর্ক রয়েছেন বলে দাবি করেন ববি। তাঁর এই দাবি ঘিরে রাজনীতির ময়দানে তৈরি হয়েছে তীব্র আলোড়ন।

তারকা প্রচারকের সম্পর্কে ফিরহাদ বলেন, “মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে দিদি রেগে না যান। মিঠুনদা তো নিজেই চাইছেন তৃণমূলের সঙ্গে গণ্ডগোল করে লাভ নেই। কিছু কারণবশত বিজেপিতে গিয়েছেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। উনি তো নিজেই বলছেন যে, তৃণমূল না রেগে যায়।”

ববি হাকিমের এই মন্তব্যের পর শাসক-বিরোধী, উভয় শিবিরেই জল্পনা বেড়েছে। বিজেপির হয়ে যিনি বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে মানুষকে আশ্বস্ত করছেন, সেই মিঠুন চক্রবর্তী কি পূর্বের মতো আরও একবার দলবদলের পথেই হাঁটতে চলেছেন? যদিও বিজেপি পাল্টা দাবি করেছে যে, দলের অন্দরে নিজেকে প্রাসঙ্গিক হিসেবে বজায় রাখতে এই সব কথা বলতে হচ্ছে ফিরহাদকে।

এটিকে একটা ‘ভেসে থাকার ছক’ বলে দাবি গেরুয়া শিবিরের। ফিরহাদের সম্পর্কে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘তাঁর কাছে কী প্রমাণ আছে? যা খুশি বলে প্রাসঙ্গিক থাকতে চাইছেন।” বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূলে কান পাতলে শোনা যাচ্ছে, ফিরহাদ নাকি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। এ সব কথার কোনও মানে নেই। তৃণমূলে প্রাসঙ্গিক থাকার মরিয়া চেষ্টায় এ সব বলতে হচ্ছে ফিরহাদকে।’’

উল্লেখ্য, নিজের অভিনয় জগতের পাশাপাশি রাজনীতির ময়দানেও একাধিক বার ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে পা রেখেছেন মিঠুন। সম্প্রতি নিজের ‘রাজনৈতিক গুরু’ হিসাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও নিয়েছেন তিনি। তাঁর মন্তব্যের পরেই আবারও এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-
মাঘ মাস পড়তেই দক্ষিণবঙ্গ থেকে শীতের প্রস্থান, আচমকা গরমে হাঁসফাঁস কলকাতাবাসী

শুক্রবার ভারতে কোন রাজ্যে জ্বালানির দর সবচেয়ে বেশি? জেনে নিন আজকের লেটেস্ট দরদাম
বাংলার বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রণ জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কলকাতায় এসে তাঁর ঠাসা কর্মসূচি

PREV
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের