'আমি এক টাকাও নিইনি', কাতর আর্জি সত্ত্বেও ফের জামিন খারিজ পার্থ চট্টোপাধ্যায়

১৯ জানুয়ারি বৃহস্পতিবার জেল হেফাজতের মেয়াদ শেষ হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন তাঁকে আদালতে হাজির করা হলে ফের জামিনের আর্জি জানান পার্থ।

Web Desk - ANB | Published : Jan 19, 2023 1:36 PM IST

ফের জামিন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন ফের আত্মপক্ষ সমর্থনে আদালতে দাঁড়িয়ে পার্থর দাবি,'আমি একটা টাকাও নিইনি।' আদালতের কাছে ফের একবার জামিনের জন্য কাতর আবেদন জানালেও মঞ্জুর হয়নি তাঁর আর্জি। আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। নবম-দশম শ্রেনীর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও বাকি মামলার নিষ্পত্তি এখনও কেন হচ্ছে না সেবিষয় জানতে চান বিচারক।

১৯ জানুয়ারি বৃহস্পতিবার জেল হেফাজতের মেয়াদ শেষ হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন তাঁকে আদালতে হাজির করা হলে ফের জামিনের আর্জি জানান পার্থ। এজলাসে দাঁড়িয়ে তিনি বলেন,'আমার কাছ থেকে একটা টাকাও উদ্ধার হয়নি। আমি এক টাকাও নিইনি।' পাশাপাশি তিনি আরও বলেন,'আমি তো জেল থেকে বেরিয়ে শিক্ষা দফতরে ফিরে যাচ্ছি না। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে। আমার এখানে কী ভূমিকা? আর কতদিন বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে সময় নেবে সিবিআই?'

Latest Videos

প্রসঙ্গত, এর আগেও শারীরিক অবস্থার কথা জানালেও জামিন মঞ্জুর হয়নি পার্থ-অর্পিতা্র। নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। এদিন ফের শারীরিক অবস্থার কথা বলে জামিনের জন্য আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এদিনও জামিনে না করলেন পার্থ চট্টোপাধ্যায়। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পার্থ-অর্পিতার ফের এক মাসের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। এদিন আদালতে পার্থ-অর্পিতার দু'জনের কাছেই কিছু বলার আছে কি না, জানতে চান বিচারক। এদিন নগর দায়রা আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জনান তাঁর শারীরিক অবস্থা ভালো নেই। জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না বলেও দাবি করেন পার্থ। অপরদিকে অর্পিতা মুখোপাধ্যায়ও জানান তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছে না। জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি। পাশাপাশি জেলের ওয়ার্ডে থাকাও কষ্টকর বলেও জানান তিনি। কিন্তু আদালতে পার্থ-অর্পিতার কোনও যুক্তিই ধোপে টেকেনি। আরও একমাস তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

আরও পড়ুন - 

ফের জামিন খারিজ কেষ্টর দেহরক্ষী, তিহাড় জেলে এবার সহগল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

'তুমি কোন তুমি? আমি তো চিনি ভূমি', নাম না করে বাংলায় বিভেদ সৃষ্টির জন্য বিজেপিকে নিশানা মমতার

নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎপৃষ্ট সেনাবাহিনীর একাধিক জওয়ান, আশঙ্কাজনক অবস্থায় রেলওয়ে হাসপাতালে ভর্তি এক

Share this article
click me!

Latest Videos

Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
উত্তপ্ত রায়দিঘি! আবাস তালিকা নিয়ে তৃণমূল-নির্দলের তুমুল সংঘর্ষ | South 24 Parganas News Today
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News