পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ছাড়া অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
মকর সংক্রান্তির আগে আবহাওয়ার খামখেয়ালিপনা শীতকাতুরে বাঙালিকে যতটা আশার আলো দেখিয়েছিল, উত্তর-দক্ষিণে কয়েক পশলা বৃষ্টি হওয়ার পর সেই আশাতে জোর এসেছিল অনেকটাই। কিন্তু, সরস্বতী পুজোর আগেই হঠাৎ ছন্দপতন। বৃহস্পতিবার রাত থেকে আচমকা বেজায় গরম অনুভূত হওয়ায় হাঁসফাঁস খাচ্ছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা।
বাংলায় ঝঞ্ঝার প্রকোপের প্রভাবে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আসন্ন সপ্তাহে তাপমাত্রার পারদ প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায়। পরবর্তী চার দিন ধরে ধীরে ধীরে পারদ চড়বে। অর্থাৎ, তাপমাত্রা কমার লক্ষণের বদলে ঢিমে গতিতে পারদ উর্ধমুখী হবে।
কিন্তু, আচমকা অসময়ে তাপমাত্রার পরিবর্তনের কারণ কী? হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২০ জানুয়ারি, শুক্রবার, উত্তর পশ্চিম ভারতে ঢুকতে চলেছে পশ্চিমি ঝঞ্ঝা। এর পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জোড়া ফলায় পড়ে কার্যত পশ্চিমবঙ্গে আটকে গিয়েছে উত্তুরে হাওয়ার প্রবেশ। ঠাণ্ডা হাওয়ার পরিবর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। ফলত, স্বাভাবিকভাবেই উধাও হয়ে গেছে শীতের আমেজ।
পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ছাড়া অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিঙে বৃষ্টি হলেও তা হবে খুবই অল্প পরিমাণে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পার্বত্য বঙ্গের কালিম্পং জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উভয় বঙ্গেই আপাতত শুষ্ক আবহাওয়া জারি থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন-
শুক্রবার ভারতে কোন রাজ্যে জ্বালানির দর সবচেয়ে বেশি? জেনে নিন আজকের লেটেস্ট দরদাম
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদির দূত’ কর্মসূচিকে ‘দুয়ারে ভূত’ বলে কটাক্ষ রুদ্রনীল ঘোষের, নিশানায় শতাব্দী রায়ও
বাংলার বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রণ জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কলকাতায় এসে তাঁর ঠাসা কর্মসূচি