কোটিপতি কলকাতা উত্তরের TMC প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টেক্কা স্ত্রীর, দেখুন স্বামী-স্ত্রীর সম্পত্তি

কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীব বন্দ্যোপাধ্যায়। পাঁচবারের সাংসদ। এবারও তাঁকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোটিপতি সুদীপ কিন্তু তাঁর স্ত্রীর তুলনায় পিছেয়ে সম্পদের পরিমাণে।

 

Saborni Mitra | Published : May 28, 2024 7:31 PM / Updated: May 28 2024, 07:33 PM IST
110
সুদীপ বন্দ্যোপাধ্যায়

উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। ৭১ বছর বয়স তাঁর। সাদরাকাণ্ডে জড়িয়েছিল তাঁর নাম। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আস্থাভাজনদের মধ্যে তিনি অন্যতম।

210
সুদীপের সম্পত্তি

নির্বাচনী হলফনামায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের ও তাঁর স্ত্রীর সম্পত্তির হিসেব দিয়েছেন। তাতেই স্পষ্ট কোটিপতি হলেও স্ত্রীর তুলনায় পিছিয়ে রয়েছেন।

310
সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের আয়

২০১৮-১৯ সালে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের আয় ছিল ১৯ লক্ষ ৮৩ হাজার ৮৩৫ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ১১ লক্ষ ৪০ হার ৪৫৯ টাকা। যার অর্থ পাঁচ বছরে আয় কমেছে সাংসদের।

410
সুদীপের টাকাকড়ি

নির্বাচনী হলফনামা অনুযায়ী সুদীপ বন্দ্যোপাধ্য়ায় কলকাতা আর দিল্লি মিলিয়ে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। ব্যাঙ্কে রয়েছে কয়েক লক্ষ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী সুদীপের হাতে রয়েছেরয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৯০০ টাকা নগদ। স্ত্রীর হাতে রয়েছে ৪৬ হাজার ৪০০ টাকা।

510
মামলা

সুদীপের নামে চারটি ও স্ত্রীর নয়নার নামে ২টি মামলা রয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তেমনই জানিয়েছেন নির্বাচনী হলফনামায়।

610
সুদীপের বিনিয়োগ

নির্বাচনী হলফনানা অনুযয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যাঙ্কে টাকা রাখার পাশাপাশি একাধিক জায়গায় বিনিয়োগ করেছেন। মিউচুয়াল ফান্ড, পোস্ট অফিসেও তিনি টাকা গচ্ছিত রেখেছেন। দুটি মিউচুয়াল ফান্ডে তিন কোটির বেশি টাকা রয়েছে। এলআইসি-তেও বিনিয়োগ করেছেন তাঁরা। সুদীপের অস্থাবর সম্পত্তি পরিমাণ ১ কোটি ৭০ লক্ষ টাকার বেশি।

710
সুদীপের জমিজমা

সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর স্ত্রী দুজনের নামে একাধিক জমি রয়েছে। তাঁদের বসত বাড়িও দুজনের নামে। সুদীপের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪ লক্ষ ৭৭ হাজার টাকা।

810
সুদীপের গাড়ি

নিজের নামে কোনও গাড়ি নেই সাংসদের। স্ত্রী নয়না বন্দ্যোপাধ্য়ায়ের নামে দুটি গাড়ি রয়েছে। একটি মূল্য ১১ লক্ষ ৯৫ হাজার টাকা। অন্যটির মূল্য ১ কোটি ৮২ হাজার ৭৩৫টাকা।

910
স্ত্রীর সম্পত্তি

সুদীপের স্ত্রীর নয়নার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে রয়েছে ৫৭ লক্ষ ২২ হাজার ৩২১ টাকা, ৭ লক্ষ ১৫ হাজার ১৬০ টাকা ও ১ লক্ষ ৬৭ হাজার ৪২১ চাকা। স্ত্রীর নামে ৫ লক্ষ টাকা জীবন বিমা রয়েছে।

1010
নয়নার সোনাদানা

সুদীপের স্ত্রীর নয়নার রয়েছে প্রায় ২৬৫ গ্রাম সোনা, বাজারমূল্য ১৮ লক্ষ ৫৫ হাজার টাকা। নয়নার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩২ লক্ষ ৮২ হাটার ৭৩৫ টাকা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos