অশান্তিপূর্ণ ভাঙড়-কে কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত করার তোড়জোড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এলাকা পরিদর্শন

রাজনৈতিক হিংসা হানাহানি বন্ধ করতে এবার পশ্চিমবঙ্গ পুলিশকে ছেড়ে কলকাতা পুলিশকেই তৎপর হওয়ার নির্দেশ দিলেন খোদ রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এলাকা পর্যবেক্ষণে নেমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। 

ভোটপর্ব থেকে শুরু করে সাধারণ দিন, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় একের পর এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে বারবারই চরম উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনিক দিক থেকে এই অশান্তি নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে বহুবারই ব্যর্থতা লক্ষ্য করা যায়। হিংসা হানাহানি বন্ধ করতে এবার পশ্চিমবঙ্গ পুলিশকে ছেড়ে কলকাতা পুলিশকেই তৎপর হওয়ার নির্দেশ দিলেন খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে একটি পৃথক পুলিশ বিভাগ গঠন করার নির্দেশ দিয়েছিলেন। জুন মাসে এখানে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ক্রমাগত রাজনৈতিক অশান্তি উঠেছে চরমে, যার শিকার হতে হচ্ছে নিরপরাধ সাধারণ নাগরিকদের। দৈনন্দিন জীবনযাত্রায় প্রাণসংশয় হয়ে উঠেছে এক নিত্যনৈমিত্তিক ঘটনা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর আদেশ পালনে লেগে পড়ল কলকাতা পুলিশ

Latest Videos

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের একটি দল ভাঙড়ে গিয়ে দুটি ব্লক ভাগ করে পর্যবেক্ষণ করেছে। সেগুলি হল — ভাঙড় ১ এবং ভাঙড় ২। মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী, কীভাবে সমগ্র ভাঙড় এলাকাটি সিটি পুলিশের নিয়ন্ত্রণে আনা যাবে, সেই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সেই প্রস্তুতির আগে, কলকাতা পুলিশের দলটি পর্যবেক্ষণ করেছে যে, ভাঙড় এলাকাটি প্রায় ২৩২ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। এর জনসংখ্যা প্রায় ৩.৫ লক্ষ এবং এখন এখানে তিনটি থানা নজরদারি চালায়, সেগুলি হল — ভাঙড়, কাশিপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা।

কলকাতা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে যে, পুলিশ রিসার্চ অফ ডেভেলপমেন্ট ব্যুরো (BPR&D) এর নির্দেশিকা অনুসরণ করে কড়া পুলিশি নজরদারি নিশ্চিত করার জন্য উল্লিখিত এই তিনটি থানাকে কয়েকটি ভাগে ভাগ করা হবে এবং এখানে অশান্তি দমন করার জন্য মোট সাতটি থানা স্থাপন করা হবে। থানার সংখ্যা বাড়ানো হলে হিংসার ঘটনা যথেষ্ট কম হয়ে যাবে বলে আশা করছে নিরাপত্তা দফতর।

আরও পড়ুন-

Before Dying Symptoms: শিবপুরাণ অনুসারে মৃত্যুর আগে এই লক্ষণগুলি বুঝিয়ে দেয় মানুষের বেঁচে থাকতে আর কতদিন বাকি
‘কালীঘাটের কাকু’-র সূত্র ধরে উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর খবর
Kuber Mantra: সম্পদের দেবতা কুবের-কে তুষ্ট করতে প্রত্যেকদিন জপ করুন এই ১০৮টি মন্ত্র
Weather News: বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের ভ্রুকুটি, শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee