সপ্তাহান্তে পড়বে জাঁকিয়ে শীত? হাওয়া বদলের বিরাট আপডেট দিলো আবহাওয়া দফতর

Published : Nov 08, 2025, 06:34 AM IST

Kolkata Winter Alerts: সপ্তাহান্তে ভোরের দিকে বাতাসে হিমেল পরশ। গায়ে শীত-শীত অনুভূতি হচ্ছে। তবে সকালের দিকে পারদ কিছুটা নামলেও এখনই জাঁকিয়ে পড়বে না শীত। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? জানুন বিশদে…

PREV
16
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এর কিছু এলাকায় খুব সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

26
পারা পতনের সম্ভাবনা কতটা?

পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। বাংলাদেশের ওপর আরো একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসাম ও ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে।‌ যার প্রভাবে রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে। খুব বেশি পারা পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই।

36
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। বাকি জেলায় মূলত পরিস্কার আকাশ। কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লো। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা কিছু জেলার কিছু অংশে। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়। একই রকম তাপমাত্রা। একটানা শুষ্ক আবহাওয়া।

46
উত্তরবঙ্গের আবহাওয়া

সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই। রবিবার থেকে সামান্য পারদ পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শুষ্ক আবহাওয়া। রৌদ্রজ্জ্বল পরিবেশ। উইকেন্ডে শীতের আমেজ একটু বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং এর মত পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বাড়বে।

56
রাতের তাপমাত্রা বদল

রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এর নিচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে, অনুমান আবহাওয়াবিদদের।

66
কোথায়-কোথায় বৃষ্টির সম্ভাবনা?

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯১ শতাংশ। ভিন রাজ্যে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা।

Read more Photos on
click me!

Recommended Stories