- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন, বারাসাত-হাসনাবাদ রুটে মিলবে না পরিষেবা
সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন, বারাসাত-হাসনাবাদ রুটে মিলবে না পরিষেবা
Train Cancel News: সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। কবে থেকে বাতিল পরিষেবা? জানুন বিশদে…

বাতিল লোকাল ট্রেন
উৎসবের মরশুম মিটতেই সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি। বাতিল থাকছে শিয়ালদহ-হাসনাবাদ রুটে বেশকিছু লোকাল ট্রেন পরিষেবা। এই বিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে, বারাসত - হাসনাবাদ শাখার সন্ডালিয়ায় ট্র্যাফিক ব্লকের জেরে শনিবার ৮ নভেম্বর রাত ১১:১৫ থেকে রবিবার ৯ নভেম্বর ভোর ৫:১৫ মিনিট পর্যন্ত বারাসত হাসনাবাদ শাখার ট্রেন চলাচল বন্ধ থাকবে। ব্লকের জেরে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।
কী কারণে ট্রেন বাতিল?
রেল সূত্রে খবর, শনিবার অর্থাৎ ৮ নভেম্বর বাতিল থাকবে 1) আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল 33533 (22:15) এবং ডাউন হাসনাবাদ শিয়ালদহ লোকাল 33538 (21:25) 2) আপ বারাসত হাসনাবাদ লোকাল 33325 (22:13) এবং ডাউন হাসনাবাদ বারাসত লোকাল 33320 (22:24)।
কোন কোন ট্রেন বাতিল?
রবিবার 9 নভেম্বর ভোরে বাতিল থাকবে 1) আপ শিয়ালদহ হাসনাবাদ লোকাল 33511 (5:20) এবং ডাউন হাসনাবাদ শিয়ালদহ লোকাল 33512 (3:05) 2) আপ বারাসত হাসনাবাদ লোকাল 33311 (4:03)।
কী বলছে রেল কর্তৃপক্ষ?
ডাউন হাসনাবাদ বারাসত লোকাল 33312 (5:10) ; 33313 ট্রেনটি ৯ নভেম্বরে ভোর 5:20 তে বারাসত থেকে ছেড়ে হাসনাবাদ যাবে এবং 33514 ট্রেনটি হাসনাবাদ থেকে 5:20 তে ছেড়ে শিয়ালদহ যাবে।
বাড়বে যাত্রী ভোগান্তি
রেল সূত্রে খবর, যেহেতু ট্রাফিক ব্লকের কাজ রাত এগারোটার পর থেকে শুরু হবে। সেই ক্ষেত্রে যাত্রীচাপ কম থাকবে। এবং সেরকম কোনও অসুবিধা হবে না। তবে এখন দেখার ছুটির দিনে কতক্ষণে এই রুটে স্বাভাবিক হয় পরিষেবা।

