আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে। যদিও ভাঙতে পারেনি ২০১৩ সালের রেকর্ড। সেই সময় জানুয়ারি মাসের তাপমাত্রা ছিলো ৯। ফলে ভরা পৌষ মাসে শীতের দাপট থাকলেও শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে ১০ থেকে ১২-র ঘরেই থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের পাশাপাশি ভোরের দিকে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। ফলে কমবে দৃশ্যমানতা।
25
জেলায়-জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে থাকবে শৈত্য প্রবাহের মতোন পরিস্থিতি। পারদ ১০ ডিগ্রির ঘরে চড়লেও বজায় থাকবে কনকনে শীতের আমেজ। মঙ্গলবার মহানগরের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। বুধবারেও একই ছিল তাপমাত্রার পারদ। ফলে আগামী দুই থেকে তিনদিন রাজ্যের তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। ফলে একইরকম থাকবে শীতের অনুভূতি।
35
দক্ষিণবঙ্গের আবহাওয়া
লক্ষ্মীবারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায় ‘শীতল দিন’ অর্থাৎ, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা তার বেশি কম হলে থাকতে পারে বলেও জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে। যা আগামী সপ্তাহে আবহাওয়ার মোড় ঘুরিয়ে দিতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন ও সিউড়ি, যেখানে পারদ নেমেছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সঙ্গিন। পাহাড়ে যেমন তুষারপাতের সম্ভাবনা বাড়ছে, সমতলে তেমনই কুয়াশার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নামায় হাড়কাঁপানো ঠান্ডা পাহাড়ে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতল দিনৃ- জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে 'কোল্ড ডে' বা চরম শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে।
55
বৃষ্টির পূর্বাভাস?
জাঁকিয়ে ঠান্ডার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সমতলে রায়গঞ্জে পারদ পতন হয়েছিল ৮.০ ডিগ্রিতে। ফলে উত্তরের জেলায়-জেলায় আগামী কয়েকদিনে আরও বাড়বে শীতের কামড়। একইসঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং সহ উত্তরবঙ্গে বজায় থাকবে কুয়াশা। ফলে কমবে দৃশ্যমানতা।