আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন বছরের শুরু থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং জারি রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের সর্বত্রই এখন জাঁকিয়ে শীত। আর এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন সিস্টেম ঘিরে ঘনাচ্ছে উদ্বেগের মেঘ। একদিকে পারদ পতন, অন্যদিকে সাগরে নিম্নচাপ—এই জোড়া ফলায় কার্যত জবুথবু অবস্থা রাজ্যবাসীর।