Kunal Ghosh: একবছরে সম্পত্তি বেড়ে ১০ কোটি! শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন কুণালের

Published : Nov 04, 2023, 06:43 PM ISTUpdated : Nov 04, 2023, 06:50 PM IST
Kunal Ghosh holds state government responsible for his mother's death

সংক্ষিপ্ত

শনিবার সাংবাদিক সম্মেলনে এই নিয়েই অজস্র দাবি তুললেন তিনি। তবে শুধু মুখের কথা নয় রীতিমত পরিসংখ্যান তুলে ধরলেন তিনি।

অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার সাংবাদিক সম্মেলনে এই নিয়েই অজস্র দাবি তুললেন তিনি। তবে শুধু মুখের কথা নয় রীতিমত পরিসংখ্যান তুলে ধরলেন তিনি। অন্যদিকে কুণালের নানাবিধ দাবির সামনে চুপ করে বসে নেই অধিকারী পরিবারও। পালটা প্রতিক্রিয়া দিলেন শিশির অধিকারী।

কুণাল ঘোষের দাবি

শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন নির্বাচনী হলফনামায় অনুযায়ী এক বছরে প্রায় ১০ কোটি টাকা হয়েছে শিশির অধিকারীর সম্পত্তি। যা আগে ছিল ১৬ লক্ষ টাকা। এক বছরের মধ্যে কীভাবে সম্পত্তির এই বিপুল বৃদ্ধি সেই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এদিনের বৈঠকে এই নিয়ে নানা নথিও পেশ করেছেন কুণাল। তাঁর দাবি ২০১১ সালে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১৬ লক্ষ টাকা। ২০১২ সালের মধ্যেই তা বেড়ে দাঁড়ায় ১০ কোটি টাকায়। এই প্রসঙ্গে কুণাল বলেন,'সম্পত্তি বৃদ্ধির সব চেয়ে বড় উদাহরণ হলেন শিশির অধিকারী। এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি? কীভাবে সম্ভব? আ শুভেন্দু বাকিদের দিকে আঙুল তুলছেন?' তাঁর প্রকাশ্যে আনা তথ্য সঠিক না বেঠিক তাও শিশির অধিকারীর কাছে জানতে চেয়েছেন কুণাল। 

 

 

শিশির অধিকারীর প্রতিক্রিয়া

কুণালের অভিযোগের ভিত্তিতে চুপ করে নেই শিশির অধিকারীও। পালটা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার বাবা। সংবাদমের সামনে তিনি স্পষ্ট জানিয়েছেন, সারদায় জেল খাটা আসামির প্রশ্নের কোনও জবাব তিনি দেবেন না। তিনি আরও বলেন, 'আমি ১৯৬৮ সাল থেকে আয়কর দিচ্ছি। সব রেকর্ড আছে। কেউ চাইলে দেখে নিতে পারেন।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI