'ওঁকে দেখতে লক্ষ লক্ষ মানুষ আসে তাই নিরাপত্তা পায়, আপনাকে দেখতে আসেনা', অভিষেকের নিরাপত্তায় শুভেন্দুর কটাক্ষের পালটা জবাব দিলেন কুণাল ঘোষ

Published : Jun 01, 2023, 03:23 PM IST
Kunal Ghosh holds state government responsible for his mother's death

সংক্ষিপ্ত

বিরোধী দলনেতার বক্তব্য ছিল যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে সেখানে একজনের নিরাপত্তার জন্য কেন এত বিশাল পুলিশ বাহিনী ব্যবহার করা হচ্ছে? এবার বিরোধী দলনেতার কটাক্ষের জবাবে পালটা সুর তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর চেয়েও বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েকে বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বক্তব্য ছিল যেখানে রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে সেখানে একজনের নিরাপত্তার জন্য কেন এত বিশাল পুলিশ বাহিনী ব্যবহার করা হচ্ছে? এবার বিরোধী দলনেতার কটাক্ষের জবাবে পালটা সুর তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে পালটা কটাক্ষ করে কুণাল ঘোষ বললেন,'এগুলো হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।'

শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাবে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। সেই কটাক্ষের জবাবে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বললেন,'তিনি নিরাপত্তা পান, ন্যায্য কারণে নিরাপত্তা পান। তাঁকে দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে। ফলে পুলিশের এটা আইন শৃঙ্খলার মধ্যেই পড়ে যে কোনও এলাকায় অতিরিক্ত মানুষের ভিড় হচ্ছে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন যে একজন মানুষের জন্য এত নিরাপত্তা, সেক্ষেত্রে তাঁকে বুঝতে হবে যে একজন মানুষকে দেখতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, আপনাকে দেখতে যায় না।' তিনি আরও বলেন,'থানা ফাকা মানেটা কী? থানায় থানার পুলিশ রয়েছে। যেদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকী শুভেন্দু অধিকারীও কোঠায় যান সেখানে কি থানার পুলিশ থাকে না? এগুলো হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।'

আরও পড়ুন -

কালীঘাটের কাকুর মানিক-যোগ, প্রাথমিক শিক্ষা পর্যদের অফিসেই হত 'চাকরি বিক্রির' গোপন বৈঠক

নদিয়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ, মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে দাবি বিরোধীদের

আড়াই ঘণ্টা পরেও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে আগুন জ্বলছে, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস