"অনিকেত মাহাতো অসুস্থতার নাটক করছেন" চাঞ্চল্যকর দাবি করল কুণাল ঘোষ, তোলপাড় সমাজ মাধ্যম

Published : Oct 13, 2024, 11:09 AM IST
Aniket

সংক্ষিপ্ত

"অনিকেত মাহাতো অসুস্থতার নাটক করছেন" চাঞ্চল্যকর দাবি করল কুণাল ঘোষ, তোলপাড় সমাজ মাধ্যম

নাটক করে আরজিকর হাসপাতালে ভরতি হয়েছেন অনিকেত মাহাতো। অনিকেত মাহাতো অসুস্থতার নাটক করছেন। 'সূত্র' উল্লেখ করে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, "সিপিআইএমের নাটকবাজি দেখার অনিচ্ছায় আগেই ধর্মতলা থেকে আরজি করে চলে গিয়েছিল এসইউসির অনিকেত। একদিন পরে অনশনে এসে সকলের আগে অসুস্থ হওয়ার পরিস্থিতি ওঁর ছিল না।"

৫ অক্টোবর থেকে আমরণ অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। প্রাথমিকভাবে অনশনে বসেননি আরজিকরের কোনও চিকিৎসক। রবিবার ৬ অক্টোবর অনশনে বসেন অনিকেত মাহাতো। এরপর বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় আরজিকরের জরুরি বিভাগে।

তবে আপাতত স্থিতিশীল রয়েছে অনিকেতের অবস্থা। সিসিইউতে রাখা হয়েছে তাঁকে। এখনও সংকটমুক্ত নন অনিকেত। কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। বাকি অনশনকারী চিকিৎসকেদেরও অবস্থার অবনতি হয়েছে বলে জানা গিয়েছে।

তবে কুণাল ঘোষের এই মন্তব্যের পালটা উত্তরও দিয়েছেন বেশ কয়েকজন নেটিজেন। এক নেটিজেন জানিয়েছেন, "সবাই কি আর চকোলেট, চিকেন স্যান্ডউইচ খেয়ে অনশন করেন? ছেলেটা শেষ তিন মাস ধরে ফ্রন্টলাইন থেকে লড়ছে। কী অসম্ভব স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে। এটা স্বাভাবিক যে ওর শরীর খারাপ হবে।"

PREV
click me!

Recommended Stories

চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার