'ডাক্তার ভাইদের পাশে পুরো দেশ আছে', RG Kar ইস্যুতে মোহন ভাগবতের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের

দশেরার উৎসবে আরজি করের ঘটনা নিয়ে সরব হন সংঘের প্রধান মোহন ভাগবত। তিনি দেশের মহিলাদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদও করেন।

 

Saborni Mitra | Published : Oct 12, 2024 3:44 PM IST / Updated: Oct 12 2024, 09:15 PM IST

আরজি কর হাসাতালের ঘটনা নিয়ে প্রায় দু মাস পরে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আরজি করের ঘটনার সঙ্গে তিনি দ্রৌপদীর বস্ত্র হরণের তুলনা করেন। তিনি বলেন, 'মনে রাখতে হবে দ্রৌপদীর পোশাকে কেউ স্পর্শ করলে মহাভারত ঘটে যায়। আরজি করে এমন জঘন্য অপরাধের পরেও অপরাধীদের আড়াল করার জন্য কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।'

দশেরার উৎসবে আরজি করের ঘটনা নিয়ে সরব হন সংঘের প্রধান মোহন ভাগবত। তিনি দেশের মহিলাদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদও করেন। তিনি বলেন, এজাতীয় ঘটনার একত্রিত প্রতিবাদ করার কথাও বলেন। পাশাপাশি বলেন এমন কিছু ঘটতে দেওয়া উচিৎ নয়। তিনি কলকাতায় আন্দোলনকারী চিকিৎসকদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। বলেছেন, 'পুরো দেশ আজ ডাক্তার ভাইদের পাশে রয়েছে।' তিনি বলেছেন, 'আরজি করের ঘটনা আমাদের সকলের কলঙ্ক। এমন ঘটনা ঘটে দেওয়া উচিৎ নয়। আর ঘটলে সকলকে একসঙ্গে তার মোকাবিলা করতে হবে। কিন্তু সেখানে অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে।'

Latest Videos

মোহন ভাগবতের এই মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, 'মোহন ভাগবৎজী, RGKar জঘন্য ঘটনা। সামাজিক অপরাধ। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আততায়ীকে ধরেছে, যা সিবিআই মান্যতা দিয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাংলায় অনেক কমেছে, বন্ধ করার চেষ্টা চলছে। আপনি বাংলার ঘটনা নিয়ে বলার আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখন্ড, দিল্লি, মণিপুরের কথা বলুন। যেখানে বিজেপির হাতে পুলিশ, সেখানকার পরের পর ঘটনার সময়ে আপনার বিবেক জাগে না। তখন সীতা, দ্রৌপদীর কথা মনে পড়ে না। আর এস এস নয়, আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল।'

 

 

আরজি করের ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্য বিজেপি। এই ঘটনার প্রতিবাদে একাধিক কর্মসূচিও নিয়েছে বিজেপি। দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের তীব্র সমালোচনাও করা হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

আরও তীব্র আন্দোলন! আরও চাপে মমতা! আমরণ অনশনে যোগ আরও দুই জুনিয়র ডাক্তারের | Kolkata Doctor News
ঢাকের তালে দেবী বন্দনা #shorts #durgapuja #durgapuja2024 #durgapujashorts
অষ্টমীতে উপচে পড়া ভিড় Baksara উদয় সমিতিতে! ঢাকের তালে চলে দেবীর আরাধনা! | Durga Puja 2024
Shantipur-এর কুমারী পুজোয় ভক্তদের ভিড়! বিরাট আয়োজন শান্তিপুরের রামকৃষ্ণ মিশনে | Durga Puja 2024
একটানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের | Doctors on Strike | RG Kar Protest |