২ দিনে দক্ষিণ পূর্ব রেলের মোট ১৮৮টি ট্রেন বাতিল করা হচ্ছে কুড়মি আন্দোলনের জেরে। ৫ এপ্রিল থেকে একনাগাড়ে অবরোধ চলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
বিভিন্ন দাবি নিয়ে ৫ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু করেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। তাঁদের টানা আন্দোলন ও অবরোধের প্রভাব পড়েছে রেল পরিষেবার উপর। বিঘ্নিত হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা। এখনও অবধি প্রায় ৫০০ ট্রেন বাতিল হয়ে গিয়েছে। পর পর বাতিল করতে হচ্ছে দূরপাল্লার ট্রেনগুলি। চরম বিপাকে পড়ে নাকাল হচ্ছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কস্তুর স্টেশনে এবং খড়্গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চালিয়ে যাচ্ছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। তার জেরে রবি ও সোমবার বাতিল করা হয়েছে আরও কতগুলি দূরপাল্লার ট্রেন। ৯ এপ্রিল বাতিল করা হয়েছে ৯৫টি দূরপাল্লার ট্রেন। সোমবার ১০ এপ্রিল বাতিল করা হয়েছে ৯৩ টি লোকাল ট্রেন। ২ দিনে দক্ষিণ পূর্ব রেলের মোট ১৮৮টি ট্রেন বাতিল করা হচ্ছে কুড়মি আন্দোলনের জেরে।
একের পর এক ট্রেন বাতিলের ফলে নাকাল হচ্ছেন সাধারণ যাত্রীরা। যদিও কুড়মি সম্প্রদায়ের এই আন্দোলনের সঙ্গে রেলের কোনও যোগ নেই। কুড়মিদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবিতে এই আন্দোলন চালাচ্ছেন তাঁরা। এর আগেও একদফা আন্দোলন চালিয়েছিলেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এখনও দাবি পূরণ না হওয়ায় ফের একবার রেল অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
৯ এপ্রিল বাতিল ট্রেনের তালিকা:
18478 যোগ নাগরী ঋষিকেশ– পুরি এক্সপ্রেস, 18011 হাওড়া- চক্রধরপুর এক্সপ্রেস, 18019 ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস, 18020 ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস, 22844 পটনা-বিলাসপুর এক্সপ্রেস, 18013 হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, 12021 হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, 12022 বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, 12102 হাওড়া-এলটিটি এক্সপ্রেস, 12129 পুনে –হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস, 12130 হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, 12261 মুম্বই সিএসএমটি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, 12801 পুরি-নয়া দিল্লি এক্সপ্রেস, 12802 নয়া দিল্লি-পুরি এক্সপ্রেস, 12809 মুম্বই সিএসএমটি-হাওড়া মেল, 12810 হাওড়া- মুম্বই সিএসএমটি মেল, 12813 টাটানগর –হাওড়া স্টিল এক্সপ্রেস, 12814 হাওড়া -টাটানগর স্টিল এক্সপ্রেস, 12819 ভুবনেশ্বর-আনন্দ বিহার এক্সপ্রেস, 12827 হাওড়া- পুরুলিয়া এক্সপ্রেস, 12828 পুরুলিয়া -হাওড়া এক্সপ্রেস, 12833 আমেদাবাদ -হাওড়া এক্সপ্রেস, 12834 হাওড়া -আমেদাবাদ এক্সপ্রেস, 12859 মুম্বই সিএসএমটি- হাওড়া গীতাঞ্জলী এক্সপ্রেস, 12872 টিটলাগড়- হাওড়া ইস্পাত এক্সপ্রেস, 12875 পুরি -আনন্দ বিহার এক্সপ্রেস, 12876 আনন্দ বিহার -পুরি এক্সপ্রেস, 12883 সাঁত্রাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, 12884 পুরুলিয়া- হাওড়া এক্সপ্রেস, 13287 দুর্গ -রাজেন্দ্রনগর এক্সপ্রেস, 13288 রাজেন্দ্রনগর-দুর্গ এক্সপ্রেস, 13301 ধানবাদ-টাটানগর এক্সপ্রেস, 13302 টাটানগর- ধানবাদ এক্সপ্রেস, 13351 ধানবাদ- আলাপ্পুঝা এক্সপ্রেস, 13352 আলাপ্পুঝা-ধানবাদ এক্সপ্রেস, 13511 আসানসোল -টাটানগর এক্সপ্রেস, 13512 টাটানগর- আসানসোল এক্সপ্রেস, 18005 হাওড়া -জগদ্দলপুর এক্সপ্রেস, 18006 জগদ্দলপুর- হাওড়া এক্সপ্রেস, 18012 চক্রধরপুর -হাওড়া এক্সপ্রেস, 18014 বোকারো স্টিল সিটি- হাওড়া এক্সপ্রেস, 18019 ঝাড়গ্রাম -ধানবাদ মেমু এক্সপ্রেস, 18020 ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস, 18029 এলটিটি-শালিমার এক্সপ্রেস, 18033 হাওড়া-ঘাটশিলা এক্সপ্রেস, 18034 ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস, 18035 খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস, 18036 হাতিয়া -খড়গপুর এক্সপ্রেস, 18085 খড়গপুর- রাঁচি মেমু এক্সপ্রেস, 18086 রাঁচি -খড়গপুর মেমু এক্সপ্রেস, 18115 গোমো- চক্রধরপুর মেমু এক্সপ্রেস, 18116 চক্রধরপুর -গোমো মেমু এক্সপ্রেস, 18182 থানে -টাটানগর এক্সপ্রেস, 18183 টাটানগর- দানাপুর এক্সপ্রেস, 18184 দানাপুর -টাটানগর এক্সপ্রেস, 18615 হাওড়া- হাতিয়া এক্সপ্রেস, 18616 হাতিয়া- হাওড়া এক্সপ্রেস, 22861 হাওড়া- কাঁটাবাঞ্জি এক্সপ্রেস, 28181 টাটানগর-কাটিহার এক্সপ্রেস, 15028 গোরখপুর- হাতিয়া এক্সপ্রেস, 18623 ইসলামপুর- হাতিয়া এক্সপ্রেস, 13319 দুমকা -রাঁচি এক্সপ্রেস, 13304 রাঁচি -ধানবাদ এক্সপ্রেস, 02832 ভুবনেশ্বর- ধানবাদ স্পেশাল, 05672 রাঁচি- কামাক্ষা স্পেশাল, 12365 পটনা -রাঁচি জন শতাব্দী এক্সপ্রেস, 12366 রাঁচি -পটনা জন শতাব্দী এক্সপ্রেস, 12817 হাতিয়া -আনন্দ বিহার এক্সপ্রেস, 12869 মুম্বই সিএসএমটি- হাওড়া এক্সপ্রেস, 13320 রাঁচি -দুমকা এক্সপ্রেস, 13403 রাঁচি -ভাগলপুর এক্সপ্রেস, 13404 ভাগলপুর-রাঁচি এক্সপ্রেস, 13503 বর্ধমান- হাতিয়া মেমু এক্সপ্রেস, 13504 হাতিয়া -বর্ধমান মেমু এক্সপ্রেস, 15027 হাতিয়া -গোরখপুর এক্সপ্রেস, 17006 রক্ষাউল- হায়দরাবাদ এক্সপ্রেস, 18010 আজমের -সাঁত্রাগাছি এক্সপ্রেস, 18601 টাটানগর- হাতিয়া এক্সপ্রেস, 18602 হাতিয়া -টাটানগর এক্সপ্রেস, 18604 গোদ্দা-রাঁচি এক্সপ্রেস, 18619 রাঁচি -গোদ্দা এক্সপ্রেস, 18620 গোদ্দা -রাঁচি এক্সপ্রেস, 18621 পটনা -হাতিয়া এক্সপ্রেস, 18622 হাতিয়া -পটনা এক্সপ্রেস, 18624 হাতিয়া- ইসলামপুর এক্সপ্রেস, 18625 পূর্ণিয়া কোর্ট -হাতিয়া এক্সপ্রেস, 18626 হাতিয়া -পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস, 18627 হাওড়া- রাঁচি এক্সপ্রেস, 18628 রাঁচি- হাওড়া এক্সপ্রেস, 18639 রাঁচি -আরা এক্সপ্রেস, 20818 নয়া দিল্লি -ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, 20972 উদয়পুর-শালিমার এক্সপ্রেস, 22905 ওখা -শালিমার এক্সপ্রেস, 15028 গোরখপুর- হাতিয়া এক্সপ্রেস, 18106 জয়নগর-রউরকেল্লা এক্সপ্রেস।
আন্দোলনের জট কাটাতে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে রেল হুঁশিয়ারি দিয়েছে যে, আন্দোলনকারীরা যদি তাঁদের অবরোধ না তোলেন তাহলে এবার রেলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকার যাতে জিআরপি এবং রাজ্য পুলিশের মাধ্যমে এই অবরোধ তোলার ব্যবস্থা করে, সেই আবেদনও জানানো হয়েছে।
আরও পড়ুন-
Big Breaking News: রাহুল গান্ধী সম্পর্কে বিস্ফোরক গুলাম নবি আজাদ, চাঞ্চল্যকর সাক্ষাৎকার এশিয়ানেট নিউজে
কমতির পথেই স্থায়ী হল সোনা-রুপোর দাম, রবিবার কত হল হলুদ ধাতুর দর? দেখে নিন লেটেস্ট আপডেট
Madan Mitra: সমুদ্রতীরে সিক্ত দেহে মদন মিত্র, ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা বললেন ‘ও লাভলি!’