রবিবার কলকাতার তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডী। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তারই মধ্যে বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়।
এপ্রিলের শুরুতে সামান্য বৃষ্টি দিয়ে আবহাওয়া কিছুটা মনোরম মনে হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে চড়তে শুরু করেছে পারদ। বৃষ্টির ছিটেফোঁটাও নেই, তার সঙ্গে হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই আবহে ৯ এপ্রিল রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডী।
রবিবার বাঁকুড়া জেলার তাপমাত্রা একেবারে ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিসের রিপোর্ট। মালদহ বা বীরভূমেও তাপমাত্রা খুবই বেশি থাকার সম্ভাবনা। এরই মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার আশা দেখিয়েছে আবহাওয়া দফতর। গাঙ্গেয় বঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। তবে, অল্প বৃষ্টির পরেই ফের চড়তে শুরু করবে পারদ। আগামী ৫ দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং সহ সমস্ত জেলাতেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। রবিবার উত্তরবঙ্গের আকাশ একেবারেই শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য বঙ্গেও আগামী ৫ দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-
এপ্রিল মাসে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর
যুক্তিবাদে সহমত হলেও প্রয়াত প্রবীর ঘোষের দোষ ঢাকলেন না তসলিমা নাসরিন, সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণা