সেরা খবর! লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হতে চলেছে দ্বিগুণ? এই মাসেই মিলতে পারে বিরাট চমক

Published : Feb 02, 2025, 11:02 AM ISTUpdated : Feb 02, 2025, 11:25 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। রাজ্য বাজেটে এই মাসেই ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। যারা ১০০০ টাকা পাচ্ছিলেন তারা পেতে পারেন ২০০০ টাকা, আর যারা ১২০০ টাকা পাচ্ছিলেন তারা পেতে পারেন ২৪০০ টাকা।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী, তরুণের স্বপ্ন পূরণ, যুবশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা।

210

এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশি খ্যাতি পেয়েছে। প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা করে দেন সরকার।

আরও পড়ুন- ফেব্রুয়ারিতে রাজ্যের বাজেট পেশে মুখে হাসি ফুটবে কর্মীদের! এক ধাক্কায় বৃদ্ধি পাবে বেতন-সহ মহার্ঘ ভাতা?

310

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন। সর্বত্র সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে গিয়েছেন।

410

সাধারণ মানুষের জন্য একের পর এক ভাতা চালু করেছেন কখনও। আবার কখনও এনেছেন বিশেষ সুবিধা।

510

তবে এবার শোনা যাচ্ছে রাজ্য বাজেটে এই মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়নোর ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী! 

610

আর এই বারে ৫০০-৬০০ নয় এই প্রকল্পে টাকা পরিমাণ বেড়ে দ্বিগুণ হতে পারে।

710

অর্থাৎ যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের অঙ্কের পরিমাণ হতে পারে ২০০০ টাকা।

810

আবার যারা ১২০০ টাকা করে পাচ্ছিলেন তাদের টাকার পরিমান বৃদ্ধি পেয়ে হাতে পেতে পারেন ২৪০০ টাকা।

910

সম্ভবত, এই ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশের সময়েই ঘোষণা করা হলে টাকা ঢুকবে মার্চ মাস থেকেই।  

1010

প্রতি মাসে ৫ থেকে ১০ তারিখের মধ্যে ঢোকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তবে, বাড়তি টাকা প্রসঙ্গে আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা জানা যায়নি। তবে এই প্রকল্পে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা করবেন এই বিষয়ে আশাবাদী বাংলার মা-বোনেরা।

click me!

Recommended Stories