DA Hike: DA নিয়ে দুর্দান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! বাজেটে গঠন হচ্ছে সপ্তম পে কমিশন?

Published : Feb 02, 2025, 10:56 AM IST

DA নিয়ে দুর্দান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! বাজেটে গঠন হচ্ছে সপ্তম পে কমিশন?

PREV
18

কেন্দ্র ডিএ বাড়ালেও এখনও পর্যন্ত ডিএ বাড়াতে নারাজ রাজ্য সরকারি কর্মীরা। ডিএ নিয়ে কোনও ঘোষণাই করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

28

সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র। ২০২৬ সালে সেই সুপারিশ বাস্তবায়িত হতে চলেছে।

38

তারপর থেকেই আরও চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। এমনিতেই ডিএ নিয়ে কোনও ঘোষণা নেই। তারমধ্যে কেন্দ্রের ঘোষণা দেখে রাগে ফুঁসছে সরকারি কর্মীরা।

48

কবে আসবে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন। ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৫ সালের ২৭ নভেম্বর। তারপর ১০ বছর কেটে যাওয়ার পরেও ঘোষণা করা হয়নি সপ্তত বেতন কমিশন।

58

সেই রকম কোনও নিয়ম না থাকলেও প্রত্যেক ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করতে হয়। হিসেব মতো ১০ বছর হয়ে গিয়েছে।

68

তাই ২০২৫ সালেই সপ্তম পে কমিশন গঠন হতে পারে বলে আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা।

78

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। তাই আসন্ন বাজেটেই ঘোষণা হতে পারে সপ্তম বেতন কমিশন।

88

১২ ফেব্রুয়ারি বাজেট ঘোষণা রয়েছে সেখানেই বেতন কমিশনের খবর হতে পারে। আসন্ন বিধানসভা ভোটের আগে খুশির খবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories