Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি পড়ল? বাড়িতে বসে এভবেই দেখে নিন যাবতীয় তথ্য

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদবনকারীদের জন্য রাজ্য সরকার বিশেষ সুবিধে দিয়েছে। এবার থেকে আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাস চেক করতে পরবেন নিজের মোবাইল নম্বর দিয়েই।

 

Saborni Mitra | Published : Nov 9, 2024 9:37 AM IST / Updated: Nov 09 2024, 11:30 PM IST
110
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

রাজ্য সরার মহিলাকে মাসিক ১০০০ টাকা করে দেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের দেওয়া হয় ১২০০ টাকা।

210
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাস

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি বেনিফিশিয়ারি আইডি, লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট সাকসেস হল কিনা - এগুলি জানতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন গ্রহণ করা হল কিনা তাও জানা যাবে।

310
কীভাবে এগুলি জানবেন-

ফোন নম্বর, অ্যাপ্লিকেশন আইডি- এগুলি দিয়ে বাড়িতে বসেই জানা যাব লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আপনার যাবতীয় তথ্য।

410
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাস চেক করার জন্য মোবাইল ফোন বা কম্পিউটারে একটি ব্রাউজারে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাই http://socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওসেবসাইটটি ওপেন করতে হবে। সেখানেই ট্র্যাক অ্যাপলিকেশন স্টেটাস অপশানে যেতে হবে।

510
স্টেটাস চেক করার জন্য প্রয়োজন

আপনার লক্ষ্মীর ভাণ্ডরের স্টেটাস চেক করার জন্য প্রয়োজন অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসথী কার্ডের নম্বর বা আধার নম্বর। এগুলির কোনও একটি হলেই জানা যাবে স্টেটাস। ট্র্যাক অ্যাপলিকেশন স্টেটাস অপশানে যাওয়ার পর সংশ্লিষ্ট কার্ডের কোনও একটি নম্বর দিতে হবে।

610
ক্যাপচা কোর্ড

ক্যাপচা কোর্ডটি দিয়ে সার্চ করতে হবে। ক্যাপচা কোর্ডটি বুঝতে না পারলে সাইট দিয়ে থাকা রিফ্রেশ বটনে ক্লিক করে নতুন করে ক্যাপচা কোর্ড পেতে পারেন।

710
শেষ পর্ব

এরপর সার্চ বটনে ক্লিক করুন। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপলিকেশন আইডি বা ব্যাঙ্কের যাবতীয় তথ্য ও লক্ষ্মীর ভাণ্ডারের পড়া টাকার যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

810
কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই প্রকল্পের সুবিধেভোগীরা হলেন এই রাজ্যের মহিলা নাগরিকরা। উপভোক্তাদের বয়স ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে। অন্য কোনও সরকারি সাহায্য পেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না।

910
প্রয়োজনীয় তথ্য

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, মহিলার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকা জরুরি। আর আবেদনের জন্য জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ফোটো, মোবাইল নম্বর ও আয়ের সার্টিফিকেট, বাসস্থানের সার্টিফিকেট।

1010
আবেদন করবেন

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দুয়াকে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। তবে অনলইনে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাওযা যায়।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos