ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক! কবে থেকে শুরু রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন? জেনে নিন

ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক! কবে থেকে শুরু রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন? জেনে নিন

Anulekha Kar | Published : Nov 9, 2024 6:11 AM IST / Updated: Nov 09 2024, 11:42 AM IST
17

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমি পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।

27

তারমধ্যেই নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সংশোধনের মেয়াদ বাড়াল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

37

১১ নভেম্বর রবিবার থেকেই রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন করা যাবে বলে জানিয়েছেন পর্ষদ।

47

মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbsedata.com মারফত রেজিষ্ট্রেশনের তথ্য সংশোধন করা যাবে।

57

গত বুধবারই বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়েছে পর্ষদ। এর ফলে রেজিস্ট্রশেনের সময়, কোনও ছাত্রছাত্রীর কোনও তথ্য ভুল থাকলে তা পুনরায় সংশোধন করে নেওয়া যাবে।

67

সংশোধন করে নেওয়া যাবে নবম শ্রেণির পড়ুয়াদের নাম, জন্মতারিখ, অভিভাবকদের নাম, ছবি, সইয়ের মতো রেজিষ্ট্রেশনের প্রয়োজনীয় তথ্য।

77

১১ নভেম্বর সকাল ১১ টা থেকে ২০ নভেম্বর সন্ধ্যে ছটা পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে তথ্য যাচাই এবং পরিবর্তন করা যাবে বলে জানা গিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos