১২০০ থেকে ১৫০০ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কালীপুজোর দিনেই মিলল বিরাট আপডেট!

লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাকি বাড়তে পারে এই প্রকল্পের টাকা! দুর্দান্ত খবর আসতে চলেছে রাজ্যের মহিলাদের জন্য।

Parna Sengupta | Published : Oct 31, 2024 3:29 AM IST

112

২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেক গুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার।

212

যদিও এই প্রকল্প (Lakshmir bhandar Update) নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য।

312

আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন। শুধু মাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী।

412

সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই ক্রমে ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন।

512

৫০০ টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও ১০০০ টাকা বরাদ্দ ছিল তপশিলি ও অন্যান্য উপজাতিদের জন্য।

612

পরে যদিও এই টাকা বাড়িয়ে ৫০০ টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য ১০০০ করা হয় ও তপশিলি উপজাতিদের জন্য ১০০০ টাকা টিকে বাড়িয়ে ১২০০ করা হয়।

712

এখন রাজ্যের প্রায় বেশিরভাগ মহিলাই এই প্রকল্পের অংশীদার।লক্ষ্মী ভান্ডারের আবেদন করতে গেলে মানতে হয় কিছু নিয়মাবলী। নিয়মাবলী পরিপূর্ণ না হলে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

812

প্রথমত আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তার নিজস্ব স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। থাকতে হবে আধারকার্ড। লক্ষ্মীর ভান্ডারের (Laxmi bhandar Update) আবেদন করতে হবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে।

912

সেখান থেকে কর্মীরা ফর্ম দিলে, সেই ফর্ম ফিলাপ করে উপরে উল্লেখিত আধারকার্ড, স্বাস্থ্যসাথী কার্ড ও উপজাতি হলে তার সার্টিফিকেটের জেরক্স ও সাথেই এক কপি করে ছবি জমা করতে হবে।

1012

আপনার আবেদন সঠিক ভাবে পরিপূর্ণ হলেই খুব শীঘ্রই শুরু হয়ে যাবে প্রত্যেক মাসে আপনার ব্যাংকের একাউন্টে ১০০০ ও ১২০০ টাকা ঢোকা।

1112

৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্পের কারণে বহু মহিলারই খুব খুশি। সাধারণ জীবনযাপনের পাশাপাশি সংসারের জন্য খুব সুবিধা হচ্ছে বলে জানান বহু মহিলারাই।

1212

আগামী দিনে এই টাকা বেড়ে ১৫০০ টাকা হতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন খোদ মমতা। কিন্তু এখনও এই নিয়ে সরকারি ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে ২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়তে পারে প্রকল্পের টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos