এবার সবাই পাবেন বাড়ি করার টাকা! আবাস যোজনায় কেন্দ্রের শর্ত মানবে না রাজ্য সরকার

Published : Oct 30, 2024, 10:24 AM IST

এবার সবাই পাবেন বাড়ি করার টাকা! আবাস যোজনায় কেন্দ্রের শর্ত মানবে না রাজ্য সরকার

PREV
17

বাড়ি তৈরি করতে টাকা দেবে রাজ্য। এর ফলে অনেকেই বাড়ি তৈরিতে টাকা পাবেন। কিন্তু এই টাকা পেতেও একাধিক শর্ত রেখেছে কেন্দ্র।

27

তবে এবার সবার জন্যই সুখবর আনতে চলেছে রাজ্য। কেন্দ্রের দেওয়া শর্ত মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

37

যার দরুণ আবাস তৈরির জন্য টাকা পাবেন অনেকেই। এবার আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

47

বহুদিন ধরেই আবাস যোজনার জন্য বরাদ্দ কোটি কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেই অভিযোগ রাজ্য সরকারের।

57

তাই এবার রাজ্যের কোষাগার থেকে আবাস যোজনার জন্য টাকা বরাদ্দ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

67

কেন্দ্রের দেওয়া একাধিক শর্তের মধ্যে অন্যতম যাঁরা বাড়ির একাংশ পাকা করে ফেলেছেন তাঁরাও আবাস যোজনার টাকা পাবেন। অর্থাৎ এই একটা ক্ষেত্রে কেন্দ্রের আরোপিত শর্ত মানবে না রাজ্য সরকার।

77

মোট ১১ লক্ষ পরিবারকে এই টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন বলে জানা গিয়েছে।

click me!

Recommended Stories