লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খারাপ খবর! মিলছে না টাকা, এবার কি কপাল পুড়ল মহিলাদের? বন্ধ হল কাদের অ্যাকাউন্ট?

Published : Nov 26, 2024, 09:22 PM IST

পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু মহিলার তরফ থেকে। ট্যাব কেলেঙ্কারির পর এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উদ্বেগ। 

PREV
115

মমতা সরকারের বিভিন্ন প্রকল্প আছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বৃদ্ধ ভাতা- আছে একের পর এক প্রকল্প।

215

এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পে।

315

তেমনই তপসিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

415

এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এল খারাপ খবর। বিস্ফোরক দাবি উঠল এই প্রকল্প নিয়ে।

515

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এল খারাপ খবর। ভাতার টাকা মিলছে না বলে দাবি করলেন বেশ কিছু মহিলা।

615

এর আগে ট্যাব কেলেঙ্কারির খবর এলেছিল প্রকাশ্যে। তরুণ প্রকল্পের টাকা আসছে না বলে দাবি করেন অনেকে।

715

এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে দাবি করলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মহিলারা।

815

এই সমস্যার দ্রুত প্রতিকার চেয়ে পুরসভার দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুরসভার চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের।

915

এদিকে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা।

1015

চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের আওয়া ভুক্ত হতে চলেছেন।

1115

এরই মাঝে এল খাবার খবর। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না বলে দাবি করলেন অনেকে।

1215

এখন দেখার এই সমস্যা কবে সমাধান হয়।

1315

এদিকে সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ হচ্ছে সরকারি কোষাগার থেকে।

1415

এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ ছিল ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। এবার তা বৃদ্ধি পেল।

1515

২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা এখন সুযোগ পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকার।

click me!

Recommended Stories