হুড়মুড়িয়ে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার! কত টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানলে চমকে যাবেন

Published : Feb 06, 2025, 03:05 PM IST

হুড়মুড়িয়ে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার! কত টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানলে চমকে যাবেন

PREV
18

আবার বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। খুশিতে আপ্লুত বাংলার মা ও মেয়েরা। এবার বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। 

28

এমনিতেই তপশিলি উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পান। আর সাধারণ শ্রেণির মহিলারা পান ১ হাজার টাকা করে। এবার এই টাকাই বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার।

38

একধাক্কায় অনেকটা টাকা বাড়িয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার।

48

রাজ্য সরকারের ভাণ্ডারে আর পর্যাপ্ত তহবিল নেই। তাই যেকোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্পের টাকা।

58

একের পর এক প্রকল্পে টাকা পান বাংলার মানুষ। এবার সমস্ত প্রকল্প নিয়েই বাড়তি ভাবনা ভাবতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

68

এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে এক ধাক্কায়। এবার মাসে মাসে মিলবে ২১০০ টাকা। তপশিলি উপজাতির মহিলারা পাবেন ২৫০০ টাকা।

78

দুর্দান্ত ঘোষণা হতে পারে রাজ্য বাজেটেই। বাংলার মেয়েদের জন্য আসছে দারুণ সুখবর।

88

তবে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হলে তবেই এই টাকা পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

click me!

Recommended Stories