সবদিক থেকে খোঁজ নিয়ে যুবকের চায়ের দোকানে পৌঁছয় তাঁর শাশুড়ি ও স্ত্রী। সব দেখে যুবককে ধরে সেখানেই শুরু হয় মারধর। ভরা রাস্তায় যুবককে জুতোপেটা চড় থাপ্পড় কষিয়ে দেন শাশুড়ি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায় এলাকায়।
পরকীয়া চলছিল অনেকদিন ধরেই, তবে এভাবে শাশুড়ির হাতে ধরা পড়ে মার থেকে হবে তা মোটেও অমুমান করতে পারেন জামাই। পিছু নিয়ে জামাইকে ধরে প্রকাশ্য রাস্তায় চড় থাপ্পড় সঙ্গে জুতোপেটা করে মনের রাগ মেটালেন শাশুড়ী।
212
রাস্তার মধ্যে এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লেন সকলে । কেই কেউ সে ছবি মোবাইলে তুলে রাখারও চেষ্টা করলেন । শাশুড়ির হাতে জামাই মার খাচ্ছে দেখে সকলের অবাক । পরে যখন সব বি।য়টি সামনে এল তখন ছি ছি করতে লাগলেন উপস্থিত লোকজনেরা ।
312
অন্যত্র পরকীয়া সম্পর্কে জড়িয়েছে জামাই, মেয়ের কাছ থেকে কথাটা শুনে সন্দেহ আগেই দানা বেঁধেছিল শাশুড়ির। একেবারে ওৎ পেতে ছিলেন। প্রেমিকার সঙ্গে জামাইকে ধরে ফেললেন হাতেনাতে ।
412
ধরতেই ভরা রাস্তায় জামাইকে চড়-থাপ্পড় কষিয়ে দিলেন শাশুড়ি। সঙ্গে চলল জুতোপেটাও। চিৎকার করে মনের রাগও মেটানোর চেষ্টা করলেন। প্রকাশ্যে এই দৃশ্য দেখতে ভিড় জমে গেল ।
512
খবর পেয়ে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার করে যুবক ও তাঁর প্রেমিকাকে। ঘটনাকে ঘিরে প্রবল শোরগোল পড়ে যায় জলপাইগুড়ির ধূপগুড়ির বাস টার্মিনাসে।
612
সূত্র মারফত জানা গিয়েছে, জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা ওই যুবকের আচরণে বেশ কিছুদিন ধরেই সন্দেহ দানা বেঁধেছিল তাঁর স্ত্রী ও শাশুড়ির মনে। তারা সন্দেহ করছিল জামাই হয়তো পরকীয়ায় জড়িয়েছেন।
712
পরবর্তীতে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন ধূপগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে জামাইয়ের। এদিকে ওই জামাই প্রেমিকাকে সঙ্গে নিয়ে অন্য পরিচয়ে ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় চায়ের দোকান করেন।
812
এলাকার বাসিন্দাদের তারা জানিয়ে গেন, সম্পর্কে তাঁরা ভাই-বোন। এভাবেই চলছিল সবকিছু। ক্ষুণাক্ষরেও কাউকে বুঝতে দেন নি তাদের পরকীয়ার কথা । সকলের সঙ্গে ছিল তাদের স্বাভাবিক আচরণ।
912
জানা যায়, সবদিক থেকে খোঁজ নিয়ে যুবকের চায়ের দোকানে পৌঁছয় তাঁর শাশুড়ি ও স্ত্রী। সব দেখে যুবককে ধরে সেখানেই শুরু হয় মারধর। ভরা রাস্তায় যুবককে জুতোপেটা চড় থাপ্পড় কষিয়ে দেন শাশুড়ি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায় এলাকায়।
1012
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে যুবক ও তার প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ওরা দুজনে ভাই বোন পরিচয়ে এখানে চায়ের দোকান খুলে বসেছিল। তবে অনেকক্ষেত্রেই তাদের ভাব-ভঙ্গি অন্যরকম ছিল বলে অনেকেরই নজরে পড়েছে।
1112
প্রথমে এই ঘটনা দেখে অনেকেই খুবই বিচলিত হয়ে পড়েন। কেউ কেউ দুজনকে থামানোরও চেষ্টা করেন । কিন্তু শাশুড়ি এতটাই মারমুখি হয়ে ওঠেন যে সব চেষ্টা বিফলে যায়।
1212
গোটা ঘটনা নিয়ে এখন নানা মুখোরোচক খবর তৈরি হচ্ছে এলাকায় । অনেকেই বললেন, আমরা ওদের হাবভাব দেখে আগেই সন্দেহ করেছিলাম। এই ঘটনার পর সব পরিস্কার হল।