মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২৫ বছর বয়স থেকে সারাজীবন এই ভাতা মহিলারা পাবেন। যদিও ভাতা বৃদ্ধির বিষয়ে কোনও ঘোষণা করেননি।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ভাবে বাংলার উন্নয়নের কাজ শুরু করেছে। সড়ক নির্মাণ বা শুরু করে সৌন্দর্যায়নের দিকে নজর দেন। এরই সঙ্গে রাজ্যবাসীর আর্থিক উন্নয়নের দিকে নজর রাখে।
26
বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী-র মতো নানান ভাতা দিয়ে থাকে সরকার। এই সকলের ভাতার মধ্যে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। যা রাজ্যের মেয়েরা পেয়ে থাকেন। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পান।
36
বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এবার সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।
এবার এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সদ্য এক সভায় তিনি জানান বিশেষ কথা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ৯ লাখ ২৫ হাজার মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে। নানা রকম রেস্ট্রিকশন রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না। পাকা বাড়ি হলে হবে না। ফোন থাকলে হবে না। একজন পায় সেখানে। আমাদের এখানে সবাই পায়।…’
56
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেন, ‘২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন। ….শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ বাকি। তা সম্পন্ন হলে ডিসেম্বর থেকে মিলবে ভাতা।’
66
তবে, ভাতা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী কোনও ঘোষণাই করেননি। অনেকেরই আন্দাজ পুজোর আগে না হোক অন্তত ভোটের আগে বাড়বে এই ভাতা। এখন সময়ের অপেক্ষা।