মার্চ থেকে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : Feb 17, 2025, 11:01 AM IST

মার্চ থেকে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

PREV
17

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনও ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই ভেবেছিলেন যে এই প্রকল্পে বেশ কিছুটা টাকা বাড়াতে পারে রাজ্য সরকার।

27

তবে টাকা বাড়িয়ে দেওয়া দূরের কথা এবার বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প। আর টাকা মিলবে না এই প্রকল্পে এমনই কানাঘুঁষো শোনা গেল চারিদিকে। 

37

রাজ্যের নাকি কোষাগার একেবারেই শূন্য তাই এবার এই টাকা আর দিতে পারবে না রাজ্য সরকার। তাই মার্চ থেকেই এবার বন্ধ হয়ে যেতে পারে এই প্রকল্প।

47

সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ ও তফশিলি উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পান। সেই টাকা ১৫০০ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টাকা তো বাড়লই না উল্টে উঠলো বন্ধের ডাক।

57

জানা গিয়েছে, বহুদিন ধরেই এই প্রকল্পের টাকা নিয়ে সমস্যার মধ্যে পড়ছিল রাজ্য সরকার। তবে বাজেটের পরে আরও পরিষ্কার হয়ে গেল যে এই প্রকল্পে আর টাকা বাড়বে না।

67

অন্যদিকে বিধানসভায় জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারে ১৫০০ টাকা করে দেবে বিজেপি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

77

তাই এবার মার্চ থেকে আর অ্যাকাউন্টে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমনই দাবি করছে বিরোধী মহল। 

click me!

Recommended Stories