ফেব্রুয়ারিতে নতুন করে আবেদন করতে হবে লক্ষ্মীর ভান্ডারের জন্য? বড় আপডেট দিল রাজ্য সরকার

Published : Jan 31, 2025, 08:29 AM IST

রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। এরই মাঝে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট মিলল। পুরোনো লক্ষ্মীর ভান্ডারের আবেদন দিয়ে নাকি আর পাওয়া যাবে না টাকা! এটা কি সত্যি? জেনে নিন রাজ্য সরকার কি বলছে।

PREV
112

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস।

212

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

312

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

412

আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

512

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

612

২০২৪ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের।

712

এবার এল নয়া আপডেট! পুরোনো লক্ষ্মীর ভান্ডারের আবেদন দিয়ে নাকি আর পাওয়া যাবে না টাকা! এটা কি সত্যি? জেনে নিন রাজ্য সরকার কি বলছে।

812

নিজেদের এলাকায় বসে যাতে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০২০ সালের ১ ডিসেম্বর শুরু করেছিল দুয়ারে সরকার কর্মসূচি।

912

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে রাজ্যের মানুষদের নিজেদের এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার জন্য বছরে অন্ততপক্ষে দুটি থেকে তিনটি দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ আগেই দিয়েছেন।

1012

সেই মতো ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়।

1112

এখানে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করা যাবে। তবে পুরোনো লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা নিজেদের মতই টাকা পাবেন বলে খবর।

1212

দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম নিয়ে প্রয়োজনীয় নথি জমা দিলেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

click me!

Recommended Stories