আসন্ন বাজেটে রাজ্য সরকার ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সদর্থক ঘোষণা করতে পারে।
210
পরপর দুই বছর
২০২৩ ও ২০২৪ সালে রাজ্য সরকার বাজেটে ডিএ ঘোষণা করেছিল। সেই কারণে রাজ্য সরকারি কর্মীদের আশা আসন্ন বাজেটেও রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সদর্থক ঘোষণা করতে পারে।
310
বাজেট অধিবেশন
আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে ১২ ফেব্রুয়ারি।
410
১২ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে
সেই কারণেই রাজ্য সরকারি কর্মীরা ১২ ফেব্রুয়ারি চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের দিকে তাকিয়ে রয়েছেন।
510
ডিএ বৃদ্ধি
রাজ্য সরকারি কর্মীরা কত শতাংশ হারে ডিএ পাবেন? তাই নিয়ে কানাঘুষো চলছে নবান্নের অন্দরে। কিন্তু রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
610
৬ শতাংশ ডিএ
সূত্রের খব রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পেতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ে এখনও কোনও ইঙ্গিত দেননি। যদিও গত বছর এপ্রিলের পর থেকে আর ডিএ ঘোষণা হয়নি।
710
বকেয়ার দাবি
রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চের কোর কমিটির চেয়ারম্যান নির্ঝর কুণ্ডু বলেছেন, বকেয়া ডিএ বাজেটে ঘোষণার দাবি জানিয়েছেন।
810
হুঁশিয়ারি
তিনি আরও বলেছেন, ডিএ সরকারি কর্মীদের প্রাপ্য। রাজ্য সরকারি সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দিক। না হলে বাধ্য করা হবে।
910
আন্দোলনের প্রস্তুতি
বকেয়া ডিএর দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চ বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
1010
কেন্দ্র রাজ্য ডিএ
কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক বর্তমানে ৫৩ শতাংশ। যদিও এখনও রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পায়। আর কেন্দ্রের কর্মীদের জন্য অষ্ঠম বেতন কমিশন লাগু করা হয়েছে।