লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন আরও ৫ লক্ষ মহিলা, আচমকা ঘোষণা মুখ্যমন্ত্রীর, জানেন খরচ বাড়ল কত কোটি?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছেন। এছাড়াও, ডিসেম্বর থেকে ৪৩৯০০ বিধবা মহিলা নতুন করে বিধবা ভাতা পাবেন।
সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্প আছে বাংলায়।
মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু হয়েছে এখন বাংলা মডেল হয়ে গিয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীর নিজস্ব পোর্টালে ২৪ হাজার আবেদন পেয়েছিলাম।
তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলার নাম যুক্ত হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এই কারণে ৬২৫ কোটি খরচ হবে রাজ্যের।
তিনি বলেন, অন্যান্য রাজ্যে অনেক নিয়মাবলী আছে। আমার রাজ্যে নেই। একটি বাড়িতে ৪ জন মহিলা থাকলেও পায়। আমাদের ২ কোটি ২১ লক্ষ মহিলা পাবে লক্ষ্মীর ভাণ্ডার।
এরই সঙ্গে তিনি জানান, বিধবা ভাতার ক্ষেত্রেও বাড়ানো হবে সংখ্যা। ৪৩৯০০ বিধবা মহিলাদের নতুন করে ডিসেম্বর থেকে ভাতা দেওয়া হবে। এর জন্য ৩ হাজার কোটি অধিক খরচ হবে।
তবে, যাদের পুরনো অ্যাকাউন্ট তারা সতর্ক হন। দ্রুত এই কাজ করে নিন। তা না হলে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এই ভাতা।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে নিন আধার কার্ড। তা না হলে মুশকিল হবে ভাতার টাকা পাওয়া।
এরই সঙ্গে আধার কার্ডের জেরক্স ও অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স জমা দিতে হবে।
অন্যদিকে, আজই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার টাকা ২০০০ করার দাবি করার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ।