বাতিল সব লক্ষ্মীর ভাণ্ডার! এত গুঞ্জনের পরে শেষে এই প্রকল্প বন্ধের ডাক? বড় খবর দিল নবান্ন

Published : Nov 20, 2024, 12:19 PM IST

বাংলার মেয়েদের মাথায় হাত! বাতিল হয়ে যাবে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার?

PREV
17

এবার বাতিল হয়ে যাবে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার। আর টাকা দেবে না রাজ্য সরকার। কোনও মহিলার অ্যাকাউন্টে ঢুকবে না টাকা!

27

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে উপকৃত  হয়েছেন অনেকেই। তৃণমূলের ভোট ব্যাঙ্কে ভোটও পড়েছে অঢেল।

37

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই প্রকল্পের টাকা বাড়াবে রাজ্য সরকার । কিন্তু উলটে জানা গেল এবার বাতিল হয়ে যাবে  লক্ষ্মীর ভাণ্ডার।

47

জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে বেশ কিছু প্রয়োজনীয় নথি লাগে। যেমন- অ্যাকাউন্টের পাশ বুকের ফ্রন্ট পেজের জেরক্স। এ ছাড়াও,

57

আধারকার্ডের জেরক্স  জমা দিতে হবে এই প্রকল্পে টাকা পেতে। পাশাপাশি অবশ্যই যেন ব্যঙ্কের সঙ্গে আধারকার্ডের লিঙ্ক করা থাকে।

67

এই কাজগুলি করা না থাকলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের এক টাকাও। তাই যাদের এই গুরুত্বপূর্ণ কাজ করা নেই তাদের অবশ্যই ঝটপট করে নিন।

77

সামনের বিধানসভার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করতে রাজ্য সরকার। বাড়তে পারে এই প্রকল্পের অনুদানের অর্থ।

click me!

Recommended Stories