Lakshmir bhandar: বিজেপিকে ভোট দিলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, উপ নির্বাচনের মুখে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Published : Nov 11, 2024, 09:07 AM ISTUpdated : Nov 11, 2024, 09:15 AM IST

তৃণমূলকে ভোট না দিলে মহিলাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেছেন এবং ভোটের বিনিময়ে কোনও সুবিধা বন্ধ হলে তারা ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

PREV
110

লক্ষ্মীর ভাণ্ডারের খ্যাতি ক্রমশ বাড়ছে। মমতা সরকারের দেওয়া এই টাকায় উপকৃত হচ্ছেন বহু মা-বোন-দিদিরা। এবার এই টাকা বন্ধের হুশিয়ারি দিল শাসক দল। বিজেপিকে ভোট দিলে নাকি বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার- উঠেছে এমনই দাবি।

210

তৃণমূলকে ভোট না দিলে মহিলাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুমকি দিতে শোনা গেল শাসকদলের নেতাদের মুখে। উপ নির্বাচনের মুখে ঘটল এমন ঘটনা।

310

তাবডাংরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে তাদের পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে যে চক্রান্ত চলছে তা বন্ধের প্রচেষ্টা দেখান শুভেন্দু অধিকারী।

410

এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হলে সেই টাকা সুদ সমেত ৭ দিনের মধ্যে উদ্ধার করে দেবেন।

510

শুভেন্দু বাবু এদিন বলেন, বিনপুরের সিভিক ভলান্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি। বিনপুর থানার সিভিক ভোট চাউতে যাচ্ছে। বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব।

610

তিনি আরও বলেন, ওর বাপের টাকা? সরকারের টাকা। আমার জেলায় ১৫টা বিধানসভায় হেরেছে। সৌমিত্র খাঁ জিতেছে। আমাজের এলাকায় একটা মা-দিদি-বোনের কোনও ভাতা-টাকা বন্ধ করার ক্ষমতা ওররা দেখাতে পারেনি।

710

আর তালডাংরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। সুদ সহ ৭ দিনের মধ্যে আদায় করতে না পারি দলনেতা আর কোনওদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবে না।

810

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন যে তালডাংরায় তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে দেখা গিয়েছিল এক সিভিক ভলান্টিয়ারকে। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে।

910

তিনি বলেন, সিভিক ভলান্টিয়ারের বাড়িক সামনে ঘটনাটি ঘটে। সম্ভবত তিনি যখন সেখানে দাঁড়িয়ে ছিলেন তখন প্রার্থীর সঙ্গে তাঁর দেখা হয়। সিভিক ভলান্টিয়ার তখন অন ডিউটি ছিলেন না।

1010

সব মিলিয়ে ফের খবরে মমতা সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার। ভোটে জিততে এই ভাতা-কে নিয়ে চলছে রাজনীতি। মিলল এমনই প্রমাণ।

click me!

Recommended Stories