"রাজ্যকে মমতা থেকে মুক্তি দাও মা"- দেবী জগদ্ধাত্রীর কাছে প্রার্থণা শুভেন্দু অধিকারীর

Published : Nov 09, 2024, 03:52 PM IST

দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের সমালোচনা করেছেন। রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে নিন্দা করেছেন এবং মদন মিত্রের মদ্যপান নিয়ে মন্তব্য করেছেন। 

PREV
111

দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের কঠোর ভাষায় সমালোচনা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।

211

অন্যদিকে আবার রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য তিনি এককভাবে ফিরহাদ হাকিমকে নিন্দা করেছিলেন।

311

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে মদন মিত্রকে আক্রমণ করেন শুভেন্দু। মদন মিত্র সম্পর্কে তিনি বলেন, "আমি সারাদিন মদ খায়, মাতাল!

411

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে মদন মিত্রকে আক্রমণ করেন শুভেন্দু। মদন মিত্র সম্পর্কে তিনি বলেন, "আমি সারাদিন মদ খাই, মাতাল!

511

২০২১ সালের নির্বাচনে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি আমার হাত কেটে ফেলব। তিনি কি এটা ফেলে দিয়েছেন?"

611

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর বাজারের কাছে সঞ্জীব টেবিলে স্বপ্ন উদ্যান জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

711

সেখানে গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন

811

জগদ্ধাত্রী পূজার উদ্বোধন উপলক্ষে রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য করার জন্য রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন,

911

“গত কয়েক বছর ধরে তিনি যা বলেছেন, তাতে ভারতীয় ঐতিহ্যবাদীরা আঘাত পেয়েছেন, ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে তিনি বাংলার সংস্কৃতিকে আঘাত করেছেন।"

1011

সিতাইতে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালাতে গিয়ে সাংসদ জগদীশ বসুনিয়া হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথিকে বাদ দিয়ে 'সার্জারি মেডিসিন' দেওয়ার আহ্বান জানিয়েছেন।

1111

সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "দেখতে বলবেন না। ২০১৯ সালে ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল। ৪০০ জন জেলে। আরও ৪০০ জন জেলে যাবে

click me!

Recommended Stories