বিদায়ের পথে পা বাড়িয়েছে সাময়িক শীত, তার আগে মঙ্গলবার কমে গেল কলকাতার তাপমাত্রা

Published : Feb 14, 2023, 07:10 AM IST
weather

সংক্ষিপ্ত

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার যা উঠে গিয়েছিল একেবারে ২১ ডিগ্রি সেলসিয়াসে। 

সোমবার ঊর্ধ্বমুখী হওয়ার পর মঙ্গলবার বেশ কিছুটা নিম্নমুখী হল পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে, কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রা। বেলা বাড়লে তা আরও বেড়ে ছাড়িয়ে যাচ্ছে তিরিশের মাত্রা। ফলত, বসন্তকালে বেশ গরমের দাপটে তৈরি হচ্ছে অস্বস্তিকর আবহাওয়া।

তবে, মঙ্গলবার স্বাভাবিকের তুলনায় সামান্য ব্যতিক্রম ঘটেছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সোমবার যে তাপমাত্রা উঠে গিয়েছিল একেবারে ২১ ডিগ্রি সেলসিয়াসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার ছিল ৩১ ডিগ্রির চেয়েও বেশি। দক্ষিণবঙ্গে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও অন্যান্য সমস্ত জেলায় আজ ৩০ ডিগ্রির নীচেই থাকতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। তবে, আবহাওয়া শুষ্ক থাকার দরুন বাতাসের কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাবে বলে জানা গেছে।

উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কালিম্পং জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা জমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে, দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট প্রায় নেই বললেই চলে। পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ এবং আগামিকাল অন্তত ভোরের দিকে হালকা শীতের আমেজ টের পাওয়া গেলেও শুক্রবার থেকেই তাপমাত্রা হতে পারে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন-

দেশজুড়ে হু হু করে কমছে জনসংখ্যা, ২০ থেকে ৪০ বছর বয়সি পুরুষদের শুক্রাণু কিনতে আগ্রহী চিন সরকার
বেঙ্গালুরুতে ‘এয়ারো ইন্ডিয়া ২০২৩’-এর সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনীতে একসঙ্গে ৯৮টি দেশ
অতি সাধারণ মজার জিনিস গ্যাস বেলুন, কিন্তু তারই সিলিন্ডার ফেটে গিয়ে মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল জয়নগরে

PREV
click me!

Recommended Stories

৭ জেলায় ঘন কুয়াশার সতর্কতা, আরও কত ডিগ্রি নামবে তাপমাত্রা? রইল আপডেট
Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার