মহার্ঘ ভাতা নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের, নবান্নে সরকারের ঘরে গেল আইনি চিঠি

Published : May 22, 2025, 08:47 PM IST

DA News: সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা চলছে। তারই মধ্যে সরকারি কর্মীদের একটি সংগঠন নিয়ে বড় পদক্ষেপ। চিঠি দিয়েছে রাজ্য সরকারকে। 

PREV
112
ডিএ মালায় নয়া মোড়

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা চলছে। সুপ্রিম কোর্ট মাত্র ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর ২৫% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে।

212
ডিএ নিয়ে রাজ্যের বক্তব্য

যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছুই জানায়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন এটা পুরোপুরি আইনের বিষয়।

312
রাজ্য সরকারি কর্মীদের পদক্ষেপ

এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে ডিএ নিয়ে এবার বড় পদক্ষেপ করা হল। রাজ্য সরকারকে দেওয়া হল আইনি চিঠি

412
চিঠি দিয়েছে

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ মামলার অন্যতম প্রধান পক্ষ। এই সংগঠন ডিএর দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন। এরাই রাজ্য সরকারকে চিঠি দিয়েছে।

512
চিঠি লেখা হয়েছে

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামিমের অফিসিয়াল লেটারহেটে একটি আইনি চিঠি পাঠান হয়েছে।

612
সরকরি কর্মীদের বক্তব্য

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছে, সংগঠনের পক্ষ থেকে একটি আইনি চিঠি পাঠান হয়েছে। রাজ্য সরাকের সংশ্লিষ্ট দফতর সেটি গ্রহণ করেছে।

712
চিঠির বক্তব্য

সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে রাজ্য সরকার মেনে চলে, সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।

812
সংগঠনের বক্তব্য

এটি একটি প্রামাণ্য আইনি পদক্ষেপ। এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে চায়। এই উদ্দেশ্যেই পাঠান হয়েছে চিঠি।

912
ডিএ মামলা

সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ৫০% ডিএ দেওয়ার কথা বলেছিল। কিন্তু রাজ্য সরকার আর্থিক সমস্যার কথা জানিয়েছিল। তারপরই সুপ্রিম কোর্ট ২৫% ডিএ দেওয়ার কথা বলে।

1012
পরবর্তী শুনানি

এই মমলার পরবর্তী শুনানি অগামী অগস্ট মাসে।

1112
মামলা পিছিয়েছে

সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়েছে প্রায় ১৮ বার। দীর্ঘ দিন ধরেই ডিএ মামলা চলছে।

1212
রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের হারে ডিএ। অর্থাৎ ৫৫% ডিএ। কিন্তু রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮% ডিএ পাচ্ছে। এখনও প্রচুর ফারাক রয়েগেছে।

Read more Photos on
click me!

Recommended Stories