সাধারণত বেতন কমিশনের মতো গুরুত্বপূর্ণ রিপোর্ট বিধানসভায় আলোচনার জন্য পেশ করা হয় এবং তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গৃহীত হয়।
511
দেবপ্রসাদ বাবু দীর্ঘ দিন ধরে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টটি পাওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়েছে আসছেন। তার ফল স্বরূপ লদ্য মিলেছে এই তথ্য।
611
এদিকে আবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এখনও জটিলতা কাটেনি। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের ডিএ দিতে।
711
আপাতত ২৫ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। এরপর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, কোর্টের কেসে আমি কিছু বলি না। যা করি আইনত করি।
811
কোর্টের নির্দেশে বলা হয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে। আগামী ৪ অগস্ট শীর্ষ আদালতে আবার এই মামলার শুনানি হওয়ার কথা।
911
দেবপ্রসাদ হালদার নামক এক ব্যক্তির করা RTI আবেদনের জবাবে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, ষষ্ঠ বেতন কমিশনের (Pay Commission) রিপোর্ট কার্যকর করার আগে পশ্চিমবঙ্গ সরকার সেটি বিধানসভায় পেশ করেনি।
1011
শুধু তাই নয়, এই রিপোর্টটি বিধানসভায় পাশও করানো হয়নি। আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিষয় অবগত নয় এবং রিপোর্টটি তাদের সংগ্রহে নেই।
1111
সুুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে।