- Home
- West Bengal
- West Bengal News
- ঘূর্ণিঝড় 'শক্তি' ঠিক কোথায় কবে আছড়ে পড়তে পারে? ঝড়বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর
ঘূর্ণিঝড় 'শক্তি' ঠিক কোথায় কবে আছড়ে পড়তে পারে? ঝড়বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর
Cyclone Shakti: বঙ্গোপসাগরে ধীরে ধীরে দানা বাঁধছে একটি নিম্নচাপ। সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে রাজ্যে।

বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ
বঙ্গোপসাগরে ধীরে ধীরে দানা বাঁধছে একটি নিম্নচাপ। সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়
আগামী ২৩-২৮ মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যার নামকরণ হতে পারে শক্তি। তবে একটি কতটা শক্তিশালী হবে না নিয়ে এখনও আবহাওয়া দফতর কিছু জানায়নি।
প্রভাব পড়তে পারে
আবহাওয়াবিদরা মনে করছেন ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার প্রভাব পড়তে পারে ওড়িশা আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। বাংলাদেশেও পড়তে পারে তার প্রভাব।
স্থলভাবে আছড়ে পড়ার দিনক্ষণ
আবহাওয়াবিদদের কথয় বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তা আগামী ২৯ মে অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার আছড়ে পড়তে পরে।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার স্থান
ভারতের ওড়িশা আর মায়ানমারের রাখইন প্রদেশের মধ্যবর্তী কোনও স্থানে আছড়ে পড়তে পারে। তবে ঠিক কোথায় আছড়ে পড়বে তা এখনও নির্দিষ্টভবে জানাতে পারেনি আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়ের শক্তি
ঘূর্ণিঝড়ের শক্তি কেমন হবে তাও এখনও নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড় নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য দেয়নি মৌসম ভবন। তবে সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে তা অবশ্য জনিয়েছে।
আরব সাগরে নিম্নচাপ
মৌসম ভবন জানিয়েছে আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তারই জেরে মুম্বই-সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গে ঝড়বৃষ্টি
মৌসম ভবন জানিয়েছে পঞ্জাব ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখ বেরিয়েছে। তা উত্তর মধ্যপ্রদশে, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গে ও সিকিমের ওপর দিয়ে গেছে। যার কারণে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে।
সাগরে নিম্নচাপ
অন্যদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার কারণে ২৮ মে থেকে উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজকের আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪। স্বাভাবিকের তুলনায় সাডে ৪ ডিগ্রি কম।

