অরিজিৎ সিং থেকে মমতা শঙ্কর, বাংলা থেকে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব

Published : Jan 25, 2025, 09:41 PM ISTUpdated : Jan 25, 2025, 09:59 PM IST
Arijit Singh postpones uk tour

সংক্ষিপ্ত

পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হচ্ছে সাত জনকে। পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হবে ১৯ জনকে।

পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। পদ্ম বিভূষণ সম্মান প্রদান করা হচ্ছে সাত জনকে। পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হবে ১৯ জনকে। আর পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে ১১৩ জনকে। সেই তালিকায় রয়েছেন বাংলার বাংলার ঢাঁকি গোকুলচন্দ্র দাস, অভিনেত্রী মমতা শঙ্কর-সহ অনেকেই।

পশ্চিমবঙ্গে পদ্মশ্রী সম্মান প্রাপকরা হলেন, অভিনেত্রী মমতা শঙ্কর, গায়ক অরিজিৎ সিং, ঢাঁকি গোকুলচন্দ্র দাস, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, ধর্মগুরু স্বামী প্রদীপ্তনন্দ (কর্তিক মহারাজ), শিল্পি তেজেন্দ্রনারায়ণ মজুমদার, সমাজসেবী বিনায়ক লোহানি।

এই সম্মান পাচ্ছেন প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং, হিমাচলপ্রদেশের আপেল চাষি হরিমান শর্মী ভোজপুরী সমাজসেবী ভীমসিং ভবেশ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীরজা ভাটলা। তালিকায় রয়েছেন যোগা প্রশিক্ষক সইখা আজ আল সাভা, নেপালি সঙ্গীতশিল্পী নরেন গুরুং, ভক্তি সঙ্গীত শিল্পী ভেরু সিং চৌহান, ঔপন্যাসিক জগদীশ জোশিলার নামও।

পদ্মশ্রী সম্মান দেওয়া হবে স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাইকে। গোয়ায় পর্তুগিজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। পর্তুগিজদের বিরুদ্ধে গোয়াবাসীকে এক করার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। জঙ্গলের মধ্যে মাটির নীচে একটি রেডিয়ো স্টেশন তৈরি করেছিলেন লিবিয়া। সেই রেডিয়ো স্টেশন থেকে স্বাধীনতা সংগ্রামের কথা বলতেন সকলকে।

পদ্মসম্মানের তালিকায় এক কৃষকও। নাগাল্যান্ডে ফল চাষ করে নজর কেড়েছিলেন এল হ্যাংথিং। তাঁকে এ বার সম্মানিত করা হচ্ছে। এ ছাড়াও, পুদুচেরির যন্ত্রশিল্পী পি দাচানামূর্তি, মরাঠি লেখক মারুতি ভুজাংরাও চিতামপল্লী, মধ্যপ্রদেশের সমাজসেবক স্যালি হোলকার-সহ আরও অনেককে পদ্মসম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বিজেপি শাসিত রাজ্যে মহিলারা কত টাকা ভাতা পাচ্ছেন? চমকপ্রদ তথ্য দিলেন শুভেন্দু
Asha Workers Protest News: ‘আমার সোয়েটার ধরে…!’ পুলিশের বিরুদ্ধে কাঁপিয়ে দেওয়ার মতো অভিযোগ এই আশা দিদির