আবারও সক্রিয় লকেট চট্টোপাধ্যায়। রাম নবমী ও এসএসসি নিয়োগ দুর্নীতি ইস্যুতে পরপর দুই দিনই পথে নামলেন বিজেপি নেত্রী। দুই দিনই পুলিশের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়।
210
হুগলির প্রাক্তন সাংসদ
হুগলির প্রাক্তন সাংসদ ছিলেন লকেট। সেই সময় হুগলিতে বিজেপির যে কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যেত প্রথম সারিতে। গত লোকসভা নির্বাচনে হার। তারপরই থেকেই কিছুটা নিস্ক্রিয় হয়ে যান লকেট।
310
হারের দায়
লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান লকেট। তারপরই তিনি দলের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। যদিও ভোটের আগেই তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন। কিন্তু তারপরই কিছুটা গুটিয়ে নেন লকেট।
রাম নবমীর দিনে মিছিলে অংশ নিয়েছিলেন লকেট। তবে হুগলি নয়, তিনি নিউটাউনেই ছিলেন।
510
পুলিশের সঙ্গে বচসা
মিছিলেই পুলিশের সঙ্গে বচসায় জ়ড়ান লকেট। বচসার কারণ মিছিলের পথ পরিবর্তন করা নিয়ে। মিছিল নির্দিষ্ট পথের বাইরে যায়। লকেট তীব্র বচসায় জড়িয়ে পড়েন।
610
নিয়োগ দুর্নীতির প্রতিবাদে লকেট
এই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই আজ, সোমবার কালীঘাট চলো ডাকে দিয়েছিল বিজেপির যুব মোর্চা। সেখানেও সামনের সারিতে ছিলেন লকেট। এক্সাইড থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করার কথা ছিল। কিন্তু কালীঘাটেই গ্রেফতার করা হয় লকেটকে।
710
কেন সক্রিয় লকেট?
এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে কেন আবারও সক্রিয় হচ্ছেন লকেট। যা নিয়ে বিজেপিতেও জল্পনা শুরু হয়েছে।
810
বিজেপির সভাপতি
বিজেপি এখনও পর্যন্ত বাংলার জন্য রাজ্যসভাপতি নির্বাচন করেনি। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ হিসেবে মহিলা সভাপতি নির্বাচন করতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই কী সক্রিয় লকেট? এই প্রশ্নের কোনও উত্তর নেই।
910
ভোট প্রস্তুতি
আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। আর তার জন্যই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লকেট। বিজেপির অনেক কর্মী তেমনই মনে করছেন।
1010
বিজেপি বলেনি
যদিও লকেট কে নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে কিছুই বলা হয়নি। রাজ্য সভাপতি নিয়েও বিজেপির শীর্ষ নেতারা মুখে কুলুপ এঁটেছে।