রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতেই হবেই। সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারপরই কমছে কার্ডের সংখ্যা।
510
ভুয়ো রেশন কার্ড!
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কয়েক মাস পরেই রেশন কার্ডের সংখ্যা ১০ কোটি থেকে ৯ কোটিতে নেমে এসেছে। তাহলে কি এই ১ কোটি ৪০ লাখ গ্রাহকরা ভুয়ো?
610
কোন রেশন কার্ড ব্লক করা হবে
প্রায় ৪ বছর ধরে যেসব কার্ড নিস্ত্রিয় হয়ে আছে সেগুলি ব্লক করা হয়েছে। আর সেই কারণেই সরকার কোটি কোটি টাকার আর্থিক বোঝা কমাতে পারছে। যারা টানা ৬ মাস ধরে ফ্রি রেশন সামগ্রী বা খাদ্য সামগ্রী তুলবে না তাদের এই কার্ড বাতিল করে দেওয়া হবে এবং তারপরে গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হবে।
710
নিক্রিয় কার্ড চালু করতে চান?
আপনার রেশন কার্ড যদি নিস্ক্রীয় হয়ে যায় তাহলে দ্রুত কেওয়াইসি জমা দিতে হবে। আধারের সঙ্গেও লিঙ্ক করাতে হবে। তাহলে আবারও চালু হয়ে যাবে রেশন কার্ড
810
আধার কার্ড দিয়েও চালু করা যাবে
কারোর কার্ড বাতিল হয়ে যায় তাহলে চিন্তা না করে আধার কার্ড নিয়ে গিয়ে রেশন দোকানে বা স্থানিয় অফিসে গিয়ে এই কাজ করে নিতে হবে। কেন্দ্রের তরফ আরও জানানো হয়েছে যে কোন প্রাপ্য গ্রাহকরা যাতে বঞ্চিত না হয়।
910
দুর্নীতি রোধে কড়া কেন্দ্র
এই দুর্নীতি রোধ করার জন্য কেন্দ্র সরকারের তরফে সকল রাজ্য সরকারকে কিছু না কিছু দরকারি পদক্ষেপ নেওয়ার জন্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের জানানো সকল নিয়ম নিয়ে অনেক রাজ্যের সরকারের কিছু না কিছু সমস্যা ছিল এবং এই নিয়ে অনেক সমস্যাও হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার অন্যতম, কিন্তু এই রেশন কার্ড ব্লক করে রাখা নিয়ে রাজ্য সরকারের কোন আপত্তি নেই বলেই জানানো হয়েছে।
1010
রেশন কার্ড প্রয়োজনীয়
রেশন কার্ড সাধারণ দেশের মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের কাছে জরুরি। রেশন কার্ডের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য খাদ্যসামগ্রী বিলি করে। রেশন কার্ড একটি প্রয়োজনীয় পরিচয়পত্রও।