Adhir Ranjan Chowdhury: ভাইরাল বর্ণবৈষম্যমূলক মন্তব্যের ভিডিও, বিতর্কে অধীর রঞ্জন চৌধুরী

Published : May 09, 2024, 08:19 PM ISTUpdated : May 09, 2024, 09:06 PM IST
Adhir Ranjan Chowdhury

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই একের পর এক রাজনৈতিক নেতার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। এবার বিতর্কে জড়ালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

স্যাম পিত্রোদার পর এবার বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠল অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অধীরের বক্তব্য। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের জনবৈচিত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে বসেছেন অধীর। যা নিয়ে তাঁকে আক্রমণ শুরু করেছে বিজেপি। এই সাক্ষাৎকারে অধীর বলেন, 'আমাদের দেশে প্রোটো-অস্ট্রেলিয়ান, নেগ্রিটো, মঙ্গোলিয়ানরা আছেন।' ভৌগলিক কারণে ভারতের বিভিন্ন অংশের মানুষের চেহারা আলাদা বলেও দাবি করেন অধীর। সারা বিশ্বে ‘নিগ্রো’, 'নেগ্রিটো' বা 'নেগ্রিটা' শব্দকে অত্যন্ত অপমানজনক হিসেবে দেখা হয়। কিন্তু এই শব্দই ব্যবহার করেছেন অধীর। এই কারণেই তাঁর সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অধীরকে তোপ শেহজাদ পুণাওয়ালার

অধীরকে তীব্র আক্রমণ করে বিজেপি-র জাতীয় মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বলেছেন, 'অধীর রঞ্জন সব সীমা অতিক্রম করে গিয়েছেন। স্যাম পিত্রোদাকে সমর্থন করতে গিয়ে তিনি ভারতীয়দের সাদা, কালো বলেছেন। তিনি যে দু'টি শব্দ ব্যবহার করেছেন, সেগুলি অপমানজনক। এটা দেখিয়ে দিচ্ছে, স্যাম পিত্রোদার মন্তব্যই কংগ্রেসের মনোভাব। ভারতীয়দের চিনা, আফ্রিকান, নেগ্রিটা, কালো বলা হচ্ছে। স্যাম আঙ্কলের মন্তব্যের পক্ষে সাফাই দেওয়া হচ্ছে? এই কারণেই কি তাঁকে বরখাস্ত করা হয়নি? অধীর দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপত্নী বলেছিলেন। তাঁকে কি বরখাস্ত করবে কংগ্রেস?'

 

 

পিত্রোদার পদত্যাগেও থামছে না বিতর্ক

বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার পর ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে সরে গিয়েছেন পিত্রোদা। কংগ্রেসের দাবি, এই মন্তব্যের সঙ্গে দলের কোনও যোগ নেই। তিনি যে মন্তব্য করেছেন তা নিজস্ব। কিন্তু পিত্রোদার থেকে দূরত্ব তৈরির চেষ্টা করলেও, বহরমপুরের প্রার্থী অধীরের মন্তব্যে কংগ্রেসের অস্বস্তি বাড়ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিদায়ী লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীরের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করা সহজ নয়।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন- 

বিদ্যার দৌড় ক্লাস নাইন পর্যন্ত! ৫ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, জানেন?

'মমতা পালটিকুমারী', বহরমপুর জয় নিয়ে তৃণমূল নেত্রীকে বড় চ্যালেঞ্জ ছুঁড়লেন অধীর চৌধুরী

Adhir Ranjan Chowdhury: 'তৃণমূলকে ভোট দেওয়ার চেয়ে বিজেপি-কে দেওয়া ভালো,' অধীরের মন্তব্যে বিতর্ক, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ