রাত পোহালেই লোকসভা নির্বাচন ২০২৪এর প্রথম দফায় ভোট গ্রহণ। ইতিমধ্যেই প্রাথমিক ভোট প্রস্তুতি প্রায় সাড়া। এই অবস্থায় এক নজরে দেখে নিন তিন কেন্দ্রের ভোট প্রস্তুতি।
১৯ এপ্রিল ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম পর্বে নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে তৎপর জাতীয় নির্বাচন কমিশন।
210
কেন্দ্রীয় বাহিনী
প্রথম দফার নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশ।
310
স্পর্শকাতর বুথ
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী তিন কেন্দ্রে স্পর্শকারত বুথের সংখ্যা ৭৪৮টি। মোট বুথের সংখ্যা ৫৮১৪।
410
তিন কেন্দ্রে লড়াই
লোকসভা নির্বাচনের প্রথম দফায় এই রাজ্যে মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। মোদী গ্যারান্টি বনাম দিদির প্রতিশ্রুতি। তবে দুই দলই জিততে মরিয়া। অনেকটাই ব্যাকফুটে সিপিএম।
510
এক নজরে কোচবিহার
১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। এই কেন্দ্রে মোট বুথ ২০৪৩। স্পর্শকাতরর বুধ ১৯৬। কেন্দ্রীয় বাহিনী থাকথে ১১২ কোম্পানি। রাজ্য পুলিশ থাকবে ৪ হাজার।
610
এক নজরে আলিপুরদুয়ার
প্রার্থীর সংখ্যা ১১ জন ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন। মোট বুথ ১৮৬৭। স্পর্শকাতর বুধ ১৫৯। ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ২৫০০ রাজ্য পুলিশ।
710
এক নজরে জলপাইগুড়ি
এই কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলায় মোট বুথের সংখ্যা ১৯০৪। তারমধ্যে স্পর্শকাতর বুথ ৩৯১। ১২ জন প্রার্থীর জন্য ভোটার রয়এছেন ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩ জন।
810
দেশে প্রথম দফার ভোট
শুক্রবার দেশের মোট ২১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট গ্রহণহ হবে। ১০২টি সংসদীয় নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ হবে।
910
দেশে মোট পোলিং অফিসার ও ভোটারের সংখ্যা
নির্বাচন কমিশন সূত্রের খবর ১৮ লক্ষেরও বেশি পোলিং অফিসার থাকবে। ভোটারের সংখ্যা ১৬.৬৩ কোটি।
1010
প্রথম দফায় প্রার্থী
প্রথম দফা নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১৬২৫ জন। মহিলা সংখ্যা ১৩৪ ও পুরুষের সংখ্যা ১৬২৫ জন।