বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বাড়বে বলে জানা গিয়েছে।
তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস
মোট আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট। এদিন বেশ কয়েকটি জেলার তাপমাত্রা প্রায় ৪৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
পমাত্রা আরও প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে
মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪৩ ডিগ্রি। পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ চড়েছিল ৪২.৮ ডিগ্রি পর্যন্ত। বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিববার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে।
কলকাতা-সহ দক্ষিণের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে তাপপ্রবাহ। কলকাতা-সহ দক্ষিণের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছেন আবহবিদেরা।
বুধবার থেকে রাজ্যের ৬ জেলায় তাপপ্রবাহ চলবে
সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার থেকে রাজ্যের ৬ জেলায় তাপপ্রবাহ চলবে। এই ৬ জেলার মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং দুই বর্ধমান। শুক্রবার থেকে তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে।
আটটি জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে
এর মধ্যে আটটি জেলা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে ‘সিভিয়ার হিটওয়েভ’ বা অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে।
পরের তিন দিনের পারদ থাকবে স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি বেশি
আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পরের তিন দিনের পারদ থাকবে স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি বেশি।
উত্তরে তেমন কোনও পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়নি।
আগামী ১৯ এপ্রিল ভোট শুরুর দিনে পাঁশকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৯ ডিগ্রিতে পৌঁছে যাবে। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তরে তেমন কোনও পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়নি।