বামরা এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারের মত হেভিওয়েট কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই কেন্দ্র নিয়ে প্রথম থেকেই আলোচনা চলছে।
শ্যাম রাখি না কূল রাখি- এমনই অবস্থা বামফ্রন্টের সবথেকে বড় শরিক হিসেবে পরিচিত সিপিএম-এর। সিপিআই, আরএসপি, ফরোয়ার্ডব্লকের মত শরিকরা রীতিমত বীতশ্রদ্ধ বিমান বসুদের ওপর। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণে বাকি মাত্র আর ১৭ দিন। কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বামফ্রন্ট। তারওপর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রকাশে আসছে বামেদের শরিকি বিবাদ। যা ছাপ পড়তে পারে লোকসভা নির্বাচনের ভোট বাক্সে। এই অবস্থায় আগামিকাল , মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক। তবে বৈঠক হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বামরা এখনও পর্যন্ত ডায়মন্ড হারবারের মত হেভিওয়েট কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই কেন্দ্র নিয়ে প্রথম থেকেই আলোচনা চলছে। একদিনে এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য অনেক আগে থেকেই ইচ্ছে প্রকাশ করে রেখেছেন বামেদের সঙ্গে আইএসএফএর বিধায়ক নৌশাদ সিদ্দিকি। যদিএ এখনও পর্যন্ত দল তাঁকে ছাড়পত্র দেয়নি। এই অবস্থায় বামেরাও ডায়মন্ডহারবারের প্রার্থী তালিকা ফাঁকা রেখেছিল। বামদের সূত্রে খবর নওসাদ সিদ্দিকে যদি প্রার্থী হয় অভিষেকের বিরুদ্ধে তাহলে কোনও আপত্তি নেই সিপিএম ও বাকি শরিকদের। কিন্তু নোশাদ যদি না হয় তাহলে বামেরা সেখানে প্রার্থী দিতে পারে। কিন্তু সিপিএম ছাড়া বাকি শরিকদের প্রশ্ন আর কতদিন অপেক্ষা করা হবে। তার উত্তর নেই বর্ষীয়ান নেতা বিমান বসুর কাছে।
অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বামদের শরিকি বিবাদ প্রকাশ্যে এসেছে। পুরুলিয়া আর কোচবিহার আসনের জট এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। দুই কেন্দ্রেই প্রার্থী দিয়েছে বামেরা। প্রার্থী দিয়েছে কংগ্রেসও। বিমান বসু সাংবাদিক বৈঠকেই কংগ্রেসকে জোট ধর্মের কথা মনে করিয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও কংগ্রেস সেই দুটি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করেনি। এই অবস্থায় ইন্ডিয়া জোটের অবস্থা কি হবে তাই নিয়েও প্রশ্ন রয়েছে। তবে বামেরা বিশেষ করে সিপিএম এখনও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা করছে। যা নিয়ে তীব্র আপত্তি রয়েছে শরিকদের।
এখনও পর্যন্ত বামেরা চারটি দফায় মাত্র ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করতে পেরেছে। চতুর্থ দফায় বামেরা ঝাড়গ্রাম ও আরামবাগের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই দুটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্র আর চিন্তামণি টুডুকে।