২০১৯ সালের পর ২০২৪, ফের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয় পেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে জয় পেলেন সৌমিত্র।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইনি জটে বিষ্ণুপুরে প্রচারই করতে পারেননি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর হয়ে প্রচারের যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল। সৌমিত্র জয় পাওয়ার পর অনেকেই সুজাতাকে কৃতিত্ব দিয়েছিলেন। কিন্তু সেই সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন পরেই দাম্পত্য কলহ শুরু হয়। এরপর সৌমিত্র ও সুজাতার বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্বামীকে শিক্ষা দিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুজাতা। তাঁকেই এবার সৌমিত্রর বিরুদ্ধে বিষ্ণুপুরে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সৌমিত্রর মতোই সুজাতার কাছেও সম্মানের লড়াই ছিল। কিন্তু টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত শহরে মুখ পুড়ল সুজাতার।
আসন ধরে রাখলেন সৌমিত্র
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি-র যে প্রার্থীরা জয় পেয়েছিলেন, তাঁদের বেশিরভাগই এবার হেরে গিয়েছেন। আসন ধরে রাখতে পেরেছেন সুকান্ত মজুমদার, রাজু বিস্ত, সৌমিত্র। তিনি ৫,৫৬৭ ভোটে প্রাক্তন স্ত্রীকে হারিয়ে দিয়েছেন। দাম্পত্য কলহ প্রচার, ভোটগ্রহণের দিনের পর ভোটগণনার দিনেও দেখা যায়। মঙ্গলবার বিষ্ণুপুরে টানটান উত্তেজনা ছিল। পালা করে এগিয়ে-পিছিয়ে যাচ্ছিলেন সৌমিত্র-সুজাতা। ভোটগণনা কেন্দ্রের বাইরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিজেপি-র ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমল কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। গণনাতেও গোলমাল হয়। সৌমিত্র এগিয়ে থাকলেও, তাঁকে জয়ী ঘোষণা করার বদলে কয়েকটি ইভিএম ফের গণনার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শেষপর্যন্ত জয় পান সৌমিত্র।
জয়ের ব্যবধান কমল সৌমিত্রর
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে প্রায় দেড় লক্ষ ভোটে জয় পান সৌমিত্র। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রায় ৭৮ হাজার ভোটে জয় পান। এবার সেই তুলনায় অনেক কম ব্যবধানে জয় পেলেন সৌমিত্র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Suvendu Adhikari: কাঁথিতে জয় ভাইয়ের, নিজের গড়ে সম্মানরক্ষা শুভেন্দুর
বাংলায় বিজেপি কেন এভাবে হারল! উঠে আসছে মাথা ঘুরিয়ে দেওয়ার মত ৯টা কারণ