শেষ ৫ বছরে লক্ষ লক্ষ টাকা রোজগার-৫০ লাখি গাড়ি! অর্জুন সিংয়ের সম্পত্তি দেখলে মাথা ঘুরে যাবে

Published : May 06, 2024, 08:38 AM IST
Barrackpores Arjun Singh angry over TMC not fielding candidate in Lok Sabha elections 2024 bsm

সংক্ষিপ্ত

অর্জুন সিং জমা দিলেন হলফনামা। সেখানে রয়েছে তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান। কী রয়েছে সেখানে! জেনে নিন।

২০২৪ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তাঁর ওপরেই ভরসা রেখেছে বিজেপি। ২০১৯ সালে সালের লোকসভা নির্বাচনে জয় পেয়েছিলেন ব্যারাকপুরের অবিসংবাদিত নেতা অর্জুন সিং। কিন্তু, এরপর মাঝে তিনি যোগদান করেন তৃণমূলে। তবে তাঁর এই কামব্যাক খুব একটা বেশি দিনের ছিল না। তিনি প্রত্যাবর্তন করেন BJP-তে। তৃণমূলের থেকে লোকসভার টিকিট না পাওয়ার পর থেকেই বেসুরো হয়েছিলেন অর্জুন সিং।

সেই অর্জুন সিং জমা দিলেন হলফনামা। সেখানে রয়েছে তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান। কী রয়েছে সেখানে! জেনে নিন।

অর্জুন সিংয়ের শিক্ষাগত যোগ্যতা কত?

হলফনামা মোতাবেক ১৯৮০ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন অর্জুন। হলফনামায় এর বাইরে কোনও ডিগ্রির কথা উল্লেখ করা নেই।

সম্পত্তির পরিমাণ

অর্জুন সিং নিজের জমা দেওয়া হলফনামাতে জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে দশ লাখ ৮ হাজার ৩২৫ টাকা। তাঁর স্ত্রী সরোজের হাতে রয়েছে নগদ ১০ হাজার টাকা। তিনি ৫২.৪০ গ্রাম সোনার গয়নার মালিক, যার বাজার মূল্য বর্তমানে তিন লাখ ৮৯ হাজার ৬৮২ এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৯৩.২ গ্রাম সোনার গয়না, যার বাজারমূল্য ছয় লাখ ৯৩ হাজার ২২১.৬০।

যদি অর্জুন সিংয়ের রোজগারের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, শেষ পাঁচ বছরে তিনি লক্ষ লক্ষ টাকা রোজগার করেছেন। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত তিনি যথাক্রমে রোজগার করেছেন ১১ লক্ষ ৪৩ হাজার ৬৪৭ টাকা, ২২ লক্ষ ৯২ হাজার ২২০ টাকা, ১৩ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা, ১২ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা, ১৭ লক্ষ ৪৩ হাজার ৯৮০ টাকা।

হলফনামায় তিনি জানিয়েছেন, ৪৯ লক্ষ ৭৫ হাজার ১৩০ টাকা দামের তার একটি চার চাকা বাহন রয়েছে। ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮২ টাকার সোনার অলংকার রয়েছে। আর এই সমস্ত কিছু মিলিয়ে তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৩০৯.৬১ টাকা। স্ত্রীর নামে থাকা কোন সম্পত্তির হিসেব তিনি দেননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক