বুথ ফেরৎ সমীক্ষাকে উড়িয়ে দিয়ে জিতবে সেই তৃণমূলই, দাবি করলেন তরুণ নেতা দেবাংশু

শেষ হল লোকসভা ভোট। আর ভোট মিটতেই একাধিক বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভালো ফল করতে চলেছে বিজেপি। কিন্তু এই এক্সিট পোল বা বুথ ফেরৎ সমীক্ষাকে মানতে চান না তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, জানালেন নিজেই।

শেষ হল লোকসভা ভোট। শনিবার, সপ্তম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটল চব্বিশের লোকসভা নির্বাচনের। আর ভোট মিটতেই একাধিক বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভালো ফল করতে চলেছে বিজেপি। কিন্তু এই এক্সিট পোল বা বুথ ফেরৎ সমীক্ষাকে মানতে চান না তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, জানালেন নিজেই।

প্রসঙ্গত, শনিবার নির্বাচন শেষ হতেই একাধিক বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে বড় জয় পেতে চলেছে বিজেপি। তৃণমূলকে কার্যত পিছনে ফেলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দল হওয়ার পথে রয়েছে তারা। বলা যেতে পারে, যেন একেবারে মোদী ঝড় আসতে চলেছে। এক্সিট পোল বলছে, এবারের লোকসভা নির্বাচনেও সবথেকে বেশি আসন পেতে চলেছে এনডিএ।

Latest Videos

বাংলাতেও তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গে বিজেপির মাটি যে শক্তিশালী হচ্ছে, তারই ইঙ্গিত মিলছে সমীক্ষায়। গত ২০১৯-এর লোকসভার ফলাফলকেও ছাপিয়ে যেতে পারে বিজেপি। কারণ, বাংলায় এবার তার থেকেও বেশি আসন পেতে পারে তারা। কমপক্ষে ২০-২৪টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কিন্তু এই সমীক্ষার ফল একদমই মানতে নারাজ ঘাসফুল শিবিরের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

তাঁর দাবি, গত ২০১৯-এর লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির আসন অনেক কমবে। উল্লেখ্য, এই লোকসভা নির্বাচনে দেবাংশু এবার তমলুক কেন্দ্র থেকে লড়াই করেছেন। অপরদিকে ছিলেন বামেদের তরুণ প্রার্থী সায়ন ব্যানার্জি এবং বিজেপির হয়ে লড়াই করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তরুণ এই তৃণমূল নেতা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, তৃণমূল পাবে ২৫-২৭টি আসন। আর বিজেপি পাবে ১৪-১৬টি আসন। অন্যদিকে, তাঁর মতে বাম-কংগ্রেস জোট পাবে ১টি আসন। পুরোটাই তাঁর নিজস্ব হিসেব বলে দাবি দেবাংশুর।

একইসঙ্গে, তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে, গত ২০১৬, ২০১৯ এবং ২০২১-এর নির্বাচনেও বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল। এখন দেখার বিষয় এটিই যে, শেষপর্যন্ত এই সমীক্ষা মেলে নাকি ফলাফল হয় অন্যরকম।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia