বকেয়া না মেটালে আরও বড় আন্দোলন, লোকসভা ভোটের ফল বেরোতেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতেই ফুঁসে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বকেয়া টাকা না পেলে আন্দোলনে বসার হুঁশিয়ারি দিলেন তিনি।

লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতেই ফুঁসে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বকেয়া টাকা না পেলে আন্দোলনে বসার হুঁশিয়ারি দিলেন তিনি।

পশ্চিমবঙ্গের বকেয়া মেটানোর দাবিতে বহুবার আন্দোলনে বসেছেন তৃণমূল নেত্রী। দিল্লিতেও লাগাতার আন্দোলন চালিয়েছে ঘাসফুল শিবির। এমনকি, ধর্নাতেও বসেছেন তারা। আর এবার লোকসভা ভোটের ফল বেরোতেই যেন বাড়তি উদ্যম পেল তৃণমূল। রাজ্যে কার্যত বিজেপিকে উড়িয়ে দিয়ে একচ্ছত্র আধিপত্য নিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস। আর এরপরই মমতা রীতিমতো হুঁশিয়ারি দিলেন, বাংলার বকেয়া টাকা না পেলে বড় আন্দোলন হবে।

Latest Videos

কেন্দ্রে ‘এনডিএ’ জোট সরকার গঠন করলেও, ‘ইন্ডিয়া’ জোটের ফলাফলও বেশ ভালো হয়েছে। নির্বাচনের ফলপ্রকাশের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, “বাংলার বকেয়া টাকা অবিলম্বে কেন্দ্রকে ফেরৎ দিতে হবে। না হলে বড় আন্দোলন হবে। যদি লজ্জা থাকে, তাহলে আমাদের টাকা এখনই ফেরত দেওয়া উচিৎ।”

প্রসঙ্গত, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন বকেয়া টাকা জোর করে আটকে রেখেছে কেন্দ্র, বলে অভিযোগ করে এসেছে তৃণমূল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিকবার দিল্লিতে আন্দোলনও করেছে তৃণমূল। এমনকি, গ্রমোন্নয়ন মন্ত্রকের সামনেও ধর্না দেন তৃণমূল নেতা-নেত্রীরা।

আর এবার, লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী রাজ্যে তৃণমূলের জয়জয়কার। বিরোধীদের কার্যত কোণঠাসা করে রেকর্ড ভোটে একেকটি আসনে জিতেছে তারা। যেন একেবারে সবুজ ঝড়। তাই রাজনৈতিক মহল মনে করছে, এইবার সেই আন্দোলন আরও বড় আকার নিতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই সুরই শোনা গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report