দুর্গাপুর ব্যারেজের দিকে তাকিয়ে করজোরে প্রণাম! জল দেখে মাথা নত করলেন মুখ্যমন্ত্রী? ভিডিও ভাইরাল

Published : Sep 25, 2024, 10:24 AM ISTUpdated : Sep 25, 2024, 10:30 AM IST
Mamata

সংক্ষিপ্ত

দুর্গাপুর ব্যারেজের দিকে তাকিয়ে করজোরে প্রণাম! জল দেখে মাথা নত করলেন মুখ্যমন্ত্রী? ভিডিও ভাইরাল

হাতজোড় করে দুর্গাপুর ব্যারাজকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভিডিওই মন কেড়ে নিল নেটিজেনদের একাংশের। সোমবার প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানে । সেখান থকে ফেরার সময়তেই মাঝপথে দুর্গাপুর ব্যারেজে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী।

হেঁটে চলেযান ব্যারেজের কাছে। কিছুক্ষণ তাকিয়ে থাকেন উত্তাল স্রোতের দিকে। তার মধ্যেই ব্যারেজের জলের দিকে তাকিয়ে করজোরে প্রণাম করেন মুখ্যমন্ত্রী।

বন্যার জলে ডুবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। কোমর পর্যন্ত জল পৌঁছে গিয়েছে রাজ্যের জেলায় জেলায়। নাজেহাল হচ্ছে জনজীবন। এই বন্যার কারণ হিসাবে ডিভিসিকেই দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, "ডিভিসি যদি কলকাতা থেকে সদর দফতর সরিয়ে নিয়ে যেতে চায়, তাহলে নিয়ে যাক। তাতে কিছু যায় আসে না।বিল্ডিংয়ের থেকে মানুষের প্রাণের দাম অনেক বেশি"

এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানান,"কলকাতায় সদর দফতর রেখে দেবে, আর এদিকে কলকাতার মানুষের কথায় গুরুত্ব দেবে না। পশ্চিমবঙ্গে জল ছেড়ে দেবে। পশ্চিমবঙ্গের মানুষকে মারবে। কোনও বিল্ডিংয়ের থেকে মানুষের প্রাণের দাম অনেক বেশি। ঝাড়খণ্ডের জলেই বন্যা হয় পশ্চিমবঙ্গে। ডিভিসির কারণেই প্রতি বছর বাংলায় বন্যা হয়। 'ম্যান মেড' বন্যা হয় বাংলায়। পশ্চিমবঙ্গে যে বৃষ্টি হয়, সেটার কারণে বন্যা হয় না। ঝাড়খণ্ডে যে জল থাকে, সেটার কারণেই প্রতি বছর পশ্চিমবঙ্গে বন্যা হয়। জল ছেড়ে যারা মানুষকে মারে, আমরা তাদের চাই না।"

এই অবস্থাতেই নবান্নের একটি মেমো সামনে এসেছে। যেখানে ডিভিসি জল ছাড়লে

তারইমধ্যে নবান্নের পাঠানো একটি মেমো সামনে এসেছে। ওই মেমো অনুযায়ী, ডিভিসি জল ছাড়ার কারণে ৮টি জেলাকে সতর্ক করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া